‘বাবরি মসজিদ ভেঙে আমি গর্বিত’

লখনউ: এবার অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রজ্ঞার৷ তিনি বলেন, ‘বাবরি মসজিদের কাঠামো ভেঙে আমি গর্বিত৷ একেবারেই অনুতপ্ত নই৷’ এই মন্তব্যের জেরেই ফের নির্বাচন কমিশনের নজরে সাধ্বী৷ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে সাধ্বীর বিরুদ্ধে৷ তাঁকে নোটিসও পাঠিয়েছে কমিশন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ভোপালের প্রার্থী করার পর থেকে দেশ জুড়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে। এরপর একের পর

‘বাবরি মসজিদ ভেঙে আমি গর্বিত’

লখনউ: এবার অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রজ্ঞার৷ তিনি বলেন, ‘বাবরি মসজিদের কাঠামো ভেঙে আমি গর্বিত৷ একেবারেই অনুতপ্ত নই৷’ এই মন্তব্যের জেরেই ফের নির্বাচন কমিশনের নজরে সাধ্বী৷ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে সাধ্বীর বিরুদ্ধে৷ তাঁকে নোটিসও পাঠিয়েছে কমিশন।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ভোপালের প্রার্থী করার পর থেকে দেশ জুড়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে। এরপর একের পর এক তাঁর বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দল। এর আগে মুম্বই হামলায় শহিদ হেমন্ত কারকারকে নিয়ে কুৎসিত মন্তব্যের জন্য বিজেপির ভোপালের প্রার্থীকে নোটিস পাঠায় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার প্রজ্ঞা বলেছিলেন, হেমন্ত মারা গিয়েছেন তাঁর অভিশাপেই। এই মন্তব্যের পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। পরে শুক্রবার ক্ষমা চেয়ে নেন প্রজ্ঞা। মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞার মন্তব্য নিয়ে বিজেপির কেউই এত দিন প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু এ বার এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে প্রজ্ঞার হয়ে সওয়াল করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এক সাধ্বী মহিলাকে প্রার্থী করায় বিরোধীরা যে ভাবে সরব হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। কিন্তু বাবরি মসজিদ নিয়ে সাধ্বীর মন্তব্যের পরে বিজেপির তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =