“আমিই চৌকিদার, ভরসা রাখুন সবার টাকা সুরক্ষিত থাকবে”

আজ বিকেল: “আমার উপরে ভরসা রাখুন, চৌকিদার আপনাদের টাকা সুরক্ষিত রাখবে।” রবিবার বিকেলে দিল্লির তালকোটরা স্টেডিয়াম থেকে এভাবেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৬ মার্চ ম্যায়ভি চৌকিদার স্লোগানটি সূচনা করেছেন তিনি। সেদিনই ঠিক হয়েছিল, ৩১ মার্চ ম্যায় ভি চৌকিদার অনুষ্ঠানে জনতার মুখোমুখি হবেন মোদি, এদিন সেখান থেকেই ফের তখতে ফেরার ভরসা চাইলেন

“আমিই চৌকিদার, ভরসা রাখুন সবার টাকা সুরক্ষিত থাকবে”

আজ বিকেল:  “আমার উপরে ভরসা রাখুন, চৌকিদার আপনাদের টাকা সুরক্ষিত রাখবে।” রবিবার বিকেলে দিল্লির তালকোটরা স্টেডিয়াম থেকে এভাবেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৬ মার্চ ম্যায়ভি চৌকিদার স্লোগানটি সূচনা করেছেন তিনি। সেদিনই ঠিক হয়েছিল, ৩১ মার্চ ম্যায় ভি চৌকিদার অনুষ্ঠানে জনতার মুখোমুখি হবেন মোদি, এদিন সেখান থেকেই ফের তখতে ফেরার ভরসা চাইলেন তিনি।

রবিবার সকালেই এক টুইট বার্তায় দেশবাসীকে তাঁর অনুষ্ঠান সূচি মনে করিয়ে দেন মোদি। লেখেন,  “যে দিনটার অপেক্ষা করছিলাম, সেই দিন চলে এসেছে। বিকেল ৫টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ চৌকিদার সরাসরি আমার সঙ্গে যোগ দেবেন। এই অনুষ্ঠান কেউ মিস করবেন না।” যদিও বিরোধীরা এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মোদি ফের নাটক শুরু করেছেন. তবে এভাবে দেশবাসীর মন জিতে নেওয়া যাবে না। সবাই তাঁর আসল চেহারাটা দেখে নিয়েছে। তাই চৌকিদার সেজে ভোট পাওয়ার আশা ছেড়ে দিন মোদি।

এদিনের সভা থেকে মোদি বলেন, “আমি কাউকে আপনাদের টাকা ছিনিয়ে নিতে দেব না। দেশের চৌকিদার হিসেবে আমাদের দায়িত্ব সবার টাকা সুরক্ষিত রাখা।আমি একাই চৌকিদার নই, দেশের প্রতিটি মানুষ চৌকিদার। প্রত্যেক ভারতীয়, তিনি দেশের ভিতরেই থাকুন, আর বাইরেই থাকুন, তিনি শিক্ষিত হন, আর অশিক্ষিত হন, তিনি যুবকই হন, আর বৃদ্ধই হন, প্রত্যেকেই চৌকিদার।দেশের প্রতিটি মানুষ, যিনি দেশের উন্নতির জন্য আয়কর দেন, দেশের উন্নতিতে তাঁদেরই অধিকার আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *