‘আমি ব্রাহ্মণ, তাই চৌকিদার হতে পারব না’

নয়াদিল্লি: তিনি ব্রাহ্মণ। তাই চৌকিদার হতে পারবেন না। সাফ জানিয়ে দিলেন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি টুইটারে তাঁর নামের আগে চৌকিদার লাগাননি। একটি তামিল চ্যানেলে তিনি বলেন, “আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণরা চৌকিদার হতে পারেন না। এটা ঘটনা। কারণ আমি আঈদেশ করব আর মাইনে করা চৌকিদার তা পালন করবে। যারা চৌকিদারি করে তাদের কাছ থেকে তো এটাই

‘আমি ব্রাহ্মণ, তাই চৌকিদার হতে পারব না’

নয়াদিল্লি: তিনি ব্রাহ্মণ। তাই চৌকিদার হতে পারবেন না। সাফ জানিয়ে দিলেন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি টুইটারে তাঁর নামের আগে চৌকিদার লাগাননি। একটি তামিল চ্যানেলে তিনি বলেন, “আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণরা চৌকিদার হতে পারেন না। এটা ঘটনা। কারণ আমি আঈদেশ করব আর মাইনে করা চৌকিদার তা পালন করবে। যারা চৌকিদারি করে তাদের কাছ থেকে তো এটাই আশা করা হয়। তাই আমি চৌকিদার হতে পারব না।”

এই ভিডিও এখন ভাইরাল। খোদ নরেন্দ্র মোদি টুইটারে তাঁর নামের আগে জুড়েছেন চৌকিদার। বিজেপিতে শুরু হয়েছে ম্যায় হুঁ চৌকিদার নিয়ে রীতিমতো প্রচার। মোদির কথায় চৌকিদার তারাই যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। সব ভারতীয়কেই মোদি চৌকিদার হতে বলেছেন। কংগ্রেসর চৌকিদার চোর হ্যায় স্লোগানকে ভোঁতা করতেই এই অস্ত্র। মোদির ডাকের পরেই অমিত শাহ, রাজনাথ সিং, অরুণ জেটলি, থেকে শুরু বিজেপির তাবড় নেতারা টুইটারে চৌকিদার হয়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eighteen =