নানা কায়দায় সন্ত্রাস চলছে কাশ্মীরে, বাড়াচ্ছে ‘হাইব্রিড টেররিজম’, কোন পথে সমাধান?

Hybrid Terrorism in Kashmir নতুন করে অশান্ত হয়ে উঠেছে উপত্যকা। লোকসভা নির্বাচন মিটে যেতেই সন্ত্রাসবাদীরা নাশকতা মূলক কার্যকলাপ আরও বাড়িয়েছে। ভারতীয় সেনার একের পর এক…

Hybrid Terrorism in Kashmir

Hybrid Terrorism in Kashmir

নতুন করে অশান্ত হয়ে উঠেছে উপত্যকা। লোকসভা নির্বাচন মিটে যেতেই সন্ত্রাসবাদীরা নাশকতা মূলক কার্যকলাপ আরও বাড়িয়েছে। ভারতীয় সেনার একের পর এক বীর জওয়ান শহিদ হচ্ছেন জঙ্গি হামলার কারণে। পাল্টা জম্মু-কাশ্মীর পুলিশ তথা যৌথবাহিনীর এনকাউন্টারে নিকেশ হচ্ছে জঙ্গিরা। কিন্তু যেভাবে জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে পড়েছে, উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেভাবে নিত্য নতুন কায়দায় হামলা করা হচ্ছে, যেভাবে নিত্য নতুন কায়দায় সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে উদ্বেগ বেড়েছে কেন্দ্রের।

Hybrid Terrorism Challenges in Kashmir

জঙ্গিদের এমনই একটি কৌশল হল ‘হাইব্রিড টেররিজম’। এখন প্রশ্ন কী এই ‘হাইব্রিড টেররিজম’? এক কথায় বলতে গেলে তাদেরই ‘হাইব্রিড টেররিস্ট’ বলা হচ্ছে যারা নিজেদের পরিচয় প্রকাশ্যে আনে না। যাদের টাকার প্রয়োজন বা যারা মানসিকভাবে বিচ্ছিন্নতাবাদী, তাদের হাতে টাকার পাশাপাশি তুলে দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র।

Hybrid Terrorism

বলে দেওয়া হচ্ছে কাকে খুন করতে হবে। এরপর সেই সন্ত্রাসবাদী নিজের পরিচয় গোপন রেখে হত্যালীলা চালিয়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছে। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, ফলের রস বিক্রেতা, ছোট দোকানদার থেকে শুরু করে উচ্চশিক্ষিত বেকার যুবক, এমনকী কোনও কোনও ডাক্তার বা অধ্যাপকও ‘হাইব্রিড টেররিস্ট’ হিসেবে কাজ করছে। তাদের খুঁজে বের করতে হিমশিম খেয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে কিছুদিন আগে একাধিক ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধরা পড়েছে দুই ‘হাইব্রিড টেররিস্ট’।

Kashmir Militancy

প্রায় পাঁচ বছর হতে চলল কাশ্মীরে বিলোপ হয়েছে ৩৭০ ধারা। তার আগে স্থানীয় যুবকদের একাংশের পাশাপাশি সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা সন্ত্রাসে মদত দিত। এমনকী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই বলত নিজেদের লক্ষ্যপূরণের জন্যই তারা হাতে অস্ত্র তুলে নিয়েছে। এর ফলে তাদের চিহ্নিত করতে সুবিধা হতো কাশ্মীর পুলিশ তথা যৌথবাহিনীর। কিন্তু যেভাবে জঙ্গি কার্যকলাপের ধরণ বদলাচ্ছে সন্ত্রাসবাদীরা, তাতে কিছুটা হলেও সমস্যা হচ্ছে নিরাপত্তারক্ষীদের। ওয়াকিবহাল মহল মনে করছে আইএসআইয়ের মদতে এভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে কাশ্মীরে। টার্গেট করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের।

Security in Kashmir

বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়লে স্থানীয়দের রোজগার কমে যাবে। এভাবেই কাশ্মীরবাসীর একাংশের মন বিষিয়ে দিতে চাইছে সন্ত্রাসবাদীরা। আর সেই সন্ত্রাসীদের চিহ্নিত করতে যখন উঠে পড়ে লাগছেন নিরাপত্তাকর্মীরা, সেই সুযোগে আইএসআই উপত্যকায় অনুপ্রবেশ ঘটাতে চাইছে বলে সেনা সূত্রে খবর।

ISI Influence in Kashmir

এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীর থেকে জঙ্গি কার্যকলাপ পুরোপুরি নির্মূল করতে আরও তৎপরতা বাড়িয়েছে যৌথবাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসেই কড়া নির্দেশে বলেছেন যে কোনও মূল্যে সন্ত্রাসবাদ কাশ্মীর থেকে মুছে ফেলতে হবে। কিন্তু এরপরেও একের পর এক জঙ্গি হামলায় বহু জওয়ান শহিদ হয়েছেন। সবমিলিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। এই অবস্থায় কাশ্মীরে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলে খবর। সেই সূত্রে কাশ্মীর থেকে জঙ্গি কার্যকলাপ পুরোপুরি নির্মূল করাই যে ভারতীয় সেনার মূল লক্ষ্য, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

 

আরও পড়ুন-

 

সব রহস্য লুকিয়ে ওই সার্ভার-হার্ডডিস্কেই! ম্যারাথন তল্লাশির পর জেরা সিবিআইয়ের

উত্তরপ্রদেশে ‘খেলা হবে’? সরছেন যোগী? চাঞ্চল্যকর টুইট অখিলেশের!

রাজ্যে শুভেন্দু, লোকসভায় রাহুল! এই দুই বিরোধী দলনেতার তফাৎ কোথায়?

ভাঙল কংগ্রেস-আপ জোট, দিল্লিতে একাই লড়বে তারা, খুশি বিজেপি

সিপিএম সবটা ভেবে বলছে তো? ‘গণশক্তি’র হেডিংয়ের মানে কী?

শুধু ভোট লুট অভিযোগ, আদৌ সংগঠন বাড়াতে পারছে বিজেপি

 

Politics: Discover the rising threat of hybrid terrorism in Kashmir, where militants blend into the population after attacks. Learn about recent incidents, challenges faced by security forces, and potential solutions for peace in the region.