নির্বাচনের দাবিতে পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হাওড়া

কলকাতা:মেয়াদ শেষ হওয়ার পরও কেন হাওয়া পুরসভায় নির্বাচন করানো হচ্ছে না, এই প্রশ্ন তুলে বিজেপির যুব মোর্চার পুরসভা অভিযান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হাওড়া পুরসভা চত্বর৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ৷ জখম যুব মোর্চার ১০ কর্মী৷ আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর৷ অভিযোগ, মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও হাওড়া পুরসভায় ভোট হচ্ছে না৷ হওয়ায় শহরজুড়ে অরাজকতার অভিযোগ

নির্বাচনের দাবিতে পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হাওড়া

কলকাতা:মেয়াদ শেষ হওয়ার পরও কেন হাওয়া পুরসভায় নির্বাচন করানো হচ্ছে না, এই প্রশ্ন তুলে বিজেপির যুব মোর্চার পুরসভা অভিযান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হাওড়া পুরসভা চত্বর৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ৷ জখম যুব মোর্চার ১০ কর্মী৷ আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর৷

অভিযোগ, মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও হাওড়া পুরসভায় ভোট হচ্ছে না৷ হওয়ায় শহরজুড়ে অরাজকতার অভিযোগ তুলে এদিন পুরসভা দখলের ডাক দিয়েছিল যুব মোর্চা৷ সকাল থেকে পুরসভা চত্বরে শুরু হয় পুলিশি তৎপরতা৷ তৈরি হয় ব্যারিকেড৷ আনা হয় জল কামান৷ নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পুরসভা৷  অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান মোর্চা কর্মী৷ যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া সদর এলাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 18 =