হাওড়া ও শিয়ালদহে গ্রেপ্তার ৪ জামাত জঙ্গি, কী ছক ছিল ধৃতদের?

কলকাতা: দফায় দফায় অভিযান চালিয়ে হওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে ৪ জামাত জঙ্গিকে গ্রেপ্তার করল এসটিএফ৷ সোমবার শিয়াদহ থেকে দু’জঙ্গি ও আজ মঙ্গলবার হাওয়া থেকে এক বাংলাদেশি সহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করছে এটিএফের আধিকারিকরা৷ ধৃতদের কাছ থেকে বেশ কিছু জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে৷ জানা গিয়েছে, ধৃত এই চার জঙ্গির কাজ ছিল জঙ্গি দলে

হাওড়া ও শিয়ালদহে গ্রেপ্তার ৪ জামাত জঙ্গি, কী ছক ছিল ধৃতদের?

কলকাতা: দফায় দফায় অভিযান চালিয়ে হওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে ৪ জামাত জঙ্গিকে গ্রেপ্তার করল এসটিএফ৷ সোমবার শিয়াদহ থেকে দু’জঙ্গি ও আজ মঙ্গলবার হাওয়া থেকে এক বাংলাদেশি সহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করছে এটিএফের আধিকারিকরা৷ ধৃতদের কাছ থেকে বেশ কিছু জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে৷

জানা গিয়েছে, ধৃত এই চার জঙ্গির কাজ ছিল জঙ্গি দলে লোক নিয়োগ করা৷ এই কাজ করতেই তারা ভিন্ন রাজ্যে যাচ্ছিল৷ গোপন সূত্রের খবর বাংলার দু’টি স্টেশনে অভিযান চালান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের আধিকারিকরা৷ ধৃতদের জেরা ককতে চাঞ্চল্যকর তথ্য পান তন্দকারী আধিকারিকরা৷ করা হয় গ্রেপ্তার৷

বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার৷ গত ২৪ মে এক নির্দেশিকায় একথা জানানো হয়৷ নির্দেশিকা অনুসারে বেআইনি কার্যকলাপরোধী আইন ১৯৬৭ অনুসারে হিংসা থেকে শুরু করে নাশকতা ছাড়ানোর জন্য জামাতকে নিষিদ্ধ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *