কীভাবে ফিরবে শতবর্ষের বাম গৌরব? হোক নেতৃত্বে পরিবর্তন! উঠছে আওয়াজ

কলকাতা: সাফল্য-ব্যর্থতার ইতিহাস গড়ে আজ ১০০ বছরে রাজ্য সিপিএম৷ শতাব্দী প্রাচীন এই দল আজ বেশ খানিকটা নিষ্ক্রিয়৷ মাথায় পাক ধরা নেতাদের চেয়ার আঁকড়ে পড়ে থাকা ও জনসংযোগ থেকে দূরে চলে যাওয়া সিপিএম আজ অস্তিত্ব সংকটে! তবে, ১০০ বছরের ইতিহাসে দাঁড়িয়ে সিপিএম কি সেই হৃতগৌরব ফিরিয়ে আনতে পারবে? কীভাবে ফেরানো যাবে সিপিএমের সেই লড়াই-সংগ্রামের ইতিহাস? ১০০

কীভাবে ফিরবে শতবর্ষের বাম গৌরব? হোক নেতৃত্বে পরিবর্তন! উঠছে আওয়াজ

কলকাতা: সাফল্য-ব্যর্থতার ইতিহাস গড়ে আজ ১০০ বছরে রাজ্য সিপিএম৷ শতাব্দী প্রাচীন এই দল আজ বেশ খানিকটা নিষ্ক্রিয়৷ মাথায় পাক ধরা নেতাদের চেয়ার আঁকড়ে পড়ে থাকা ও জনসংযোগ থেকে দূরে চলে যাওয়া সিপিএম আজ অস্তিত্ব সংকটে! তবে, ১০০ বছরের ইতিহাসে দাঁড়িয়ে সিপিএম কি সেই হৃতগৌরব ফিরিয়ে আনতে পারবে? কীভাবে ফেরানো যাবে সিপিএমের সেই লড়াই-সংগ্রামের ইতিহাস? ১০০ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ফেলে আসা সুদিন ফেরাতে আজ শুরু হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সিপিএমের বৈঠক৷

এর আগে দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২০১৫ সালে ‘প্লেনামে’ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়ছিল৷ কিন্তু তা কার্যকর করার ক্ষেত্রে ছিল ত্রুটি! নেতাদের গাফিলতিও ছিল চূড়ান্ত৷ ক্ষমতা চল গেলেও নেতাদের দম্ভ ছিল অটুট৷ জনসংযোগে ছিল অচ্ছুৎ৷ আর সেই কারণে ধারাবাহিক ব্যর্থতার পুরস্কার পেতে হয়েছে বামদের৷ এবার সেই ক্ষতে মলম দিয়ে হেস্তনেস্ত করতে চাইছে বাম নেতৃত্ব৷ আর তা নিয়ে আলোচনায় বসছে দলের রাজ্য কমিটি৷

সূত্রের খবর, এই আলোচনার জেলা ও রাজ্য স্তরে সাংগঠনিক রদবদল করতে পারে লালপার্টি৷ তবে নেতৃত্বের মূলে পরিবর্তন আনার কোনও লক্ষ্যে এখনও নেই৷ আর তাতেই ঝুঁকি বাড়তে চলেছে সিপিএমের৷ মাথায় পাক ধরা মাথাদের সরিয়ে নতুন মুখ আনতে এখনও অনীহা সিপিএমের৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও কেন সংগঠে আমূল করা হবে না, তা নিয়েও উঠছে প্রশ্ন৷ আজ বৈঠকে সে বিষয়েও আওয়াজ তুললে পারেন বাম নেতাকর্মীদের একাংশ৷ সংগঠনের হাল-হকিকত নিয়ে আজ শুরু হতে চলা আলোচনার চলবে শুক্রবার পর্যন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =