ভোটার তালিকায় তথ্য সংশোধন করবেন কীভাবে?

কলকাতা: নিজের তথ্য নিজেই যাচাই করুন৷ ভুল থাকলে নিজেই ঠিক করে নিন৷ এই লক্ষ্যে এবার ভোটার তালিকা প্রকাশ করার পথে নির্বাচন কমিশন৷ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এই কাজ চলবে৷ বাংলায় এর নাম দেওয়া হয়েছে ‘নির্বাচক তথ্য যাচাই কর্মসূচি৷’ রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আসলে একটি নির্বাচন কমিশনের এক অভিনব উদ্যোগ৷ এক ছাতার তলায়

ভোটার তালিকায় তথ্য সংশোধন করবেন কীভাবে?

কলকাতা: নিজের তথ্য নিজেই যাচাই করুন৷ ভুল থাকলে নিজেই ঠিক করে নিন৷ এই লক্ষ্যে এবার ভোটার তালিকা প্রকাশ করার পথে নির্বাচন কমিশন৷ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এই কাজ চলবে৷ বাংলায় এর নাম দেওয়া হয়েছে ‘নির্বাচক তথ্য যাচাই কর্মসূচি৷’

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আসলে একটি নির্বাচন কমিশনের এক অভিনব উদ্যোগ৷ এক ছাতার তলায় অনেকগুলি সুযোগ পাচ্ছেন ভোটাররা৷ নির্দিষ্ট ওয়েবসাইটে নিজের তথ্য নিজেই যাচাই করে ভুল থাকলে নিজেই সংশোধন করে নিতে পারেন৷ পরিবারের কারও নাম ভোটার তালিকায় না থাকলেও ৬ নম্বর ফরম ফিলাপ করে আবেদন করতে পারবেন৷ নিজের নাম সংক্রান্ত কোনও ভুল থাকলে ৮ নম্বর ফরম ফিলাপ করতে আর্জি জানিয়েছে কমিশন৷ নাম বাদ দিতে চাইলে ৭ নম্বর ফরম ফিলাপ করতে বলা হয়েছে৷

কমিশন জানিয়েছে, nvsp.in এই ওয়েবসাইটে ঢুকে একজন নির্বাচক তাঁর ভোটার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন৷ সেই পাসওয়ার্ড নম্বর মনে রাখতে হবে ভবিষ্যতের জন্য৷ এই প্রথম একজন ভোটার এই অভিনব কর্মসূচি মাধ্যমে তার ভোটদান কেন্দ্রের যাবতীয় সুযোগ-সুবিধা এবং কোন অসুবিধা থাকলে তাও জানাতে পারবেন এর মাধ্যমে৷ আরও একটি সুবিধা নির্বাচকদের সামনে পৌঁছে দিতে চলেছে কমিশন৷ কেউ যদি কোন বিষয়ে ভোট কেন্দ্র বদল করতে চান তাও ওই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন৷

লোকসভা নির্বাচনের সময় এই রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮ জন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৪৬৩ জন৷ মহিলা ভোটার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৭৫ হাজার ৯৭৯ জন৷ নির্বাচন কমিশন গোটা বছর ধরেই ভোটার তালিকায় নাম তোলা ও নাম বাদ দেওয়ার কাজ করে থাকে৷
এছাড়াও এবছর জুলাই মাসে অল্প কয়েকদিনের জন্য ভোটার তালিকার নাম তোলা ও নাম বাদ দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল৷ এরপর পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নির্বাচক তথ্য যাচাই কর্মসূচি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =