ক্যানিং: শেষ দফার ভোটের আগে ফের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুললেন, বিজেপির কথায় কাজ করছে কেন্দ্রীয় বাহিনী৷ কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে মমতার মন্তব্য, নির্বাচন কমিশনের নিয়ম মেনে কাজ করুক তারা। কেন্দ্রীয় বাহিনী কোনও আইন বহির্ভূত কাজ করলে ভয় না পেয়ে তার প্রতিবাদ করার জন্য রাজ্যের পুলিশ ও সরকারি আধিকারিকদের নির্দেশ দিলেন মমতা।
এদিন নামখানার সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘‘বিজেপি দাঙ্গাবাজ দল। দাঙ্গা ছাড়া এদের কোনও কাজ নেই। পাঁচ বছরে কী করছে জিজ্ঞেস করুন, একটা কথাও বলতে পারছে না। এদের একটা ভোটও দেবেন না৷’’ এদিনের সভা থেকে ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ফের সরব হন মমতা৷ বলেন, ‘‘আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি, কিন্তু যে কায়দায় বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়েছে, তাতে আমি দুঃখিত৷’’
ক্ষুব্ধ মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী এসে রাজ্য পুলিশের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে৷’’ কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্বাচন কমিশনের নিয়মের মধ্যে থেকে কাজ করুন। গ্রামে ঢুকে, বুথের ভিতরে ঢুকে লোক মারতে যাবেন না। এটা আপনার দায়িত্ব নয়। রাজ্যের পুলিশও বুথের ভিতরে ঢুকে কাউকে মারতে পারে না। মনে রাখবেন, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়৷’’ এর পরেই রাজ্যে পুলিশ অফিসার ও আধিকারিকদের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। প্রশ্ন করেন, কীভাবে তাঁদের চোখের সামনে কেন্দ্রীয় বাহিনী কীভাবে মানুষের গায়ে হাত দিচ্ছে? রাজ্যের পুলিশ-প্রশাসনের কর্তাদের উদ্দেশে মমতা প্রশ্ন করেন, ‘‘কেন আপনারা ভয় পাচ্ছেন, কাকে ভয় পাচ্ছেন? রাজ্যে একটা গণতান্ত্রিক সরকার আছে, কেন্দ্রে নির্বাচিত সরকার আছে। সংবিধান অনুযায়ী কাজ করুন, অত ভয় পাওয়ার কারণ নেই৷ ওদের চমকে-ধমকে ভয় পাবেন না৷ আমরা এখনও মরে যাইনি৷’’