কলকাতা: সারদার ছবি বিতর্কের জট কাটাতে মাঠে নামল সিবিআই৷ চিত্রশিল্লী শুভাপ্রসন্নকে দীর্ঘ জেরা করে তথ্যের সন্ধান সিবিআইয়ের৷ সিবিআই দপ্তরে বসিয়ে চিত্রশিল্লী শুভাপ্রসন্নকে দফায় দফায় জেরা করে সিবিআই৷
একটি ছবি প্রদর্শনীতে তিনি কার আমন্ত্রণে গিয়েছিলেন তা নিয়ে তথ্যের খোঁজখবর করে সিবিআই৷ ওই ছবি কী দামে কেনা হয়েছিল তার বিস্তারিত তথ্য জানাতে চাওয়া হয় বলেও খবর৷ সিবিআই সূত্রের খবর, চিত্রশিল্পীর কাছ থেকে বেশ কিছু প্রশ্নের আরও উত্তর জানতে প্রয়োজনে তাঁকে ফের ডাকা হতে পারে৷
সিবিআইয়ের অভিযোগ, তাঁর ‘এখন সময়’ টিভি চ্যানেলের হোল্ডিং কোম্পানি দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেডকে শুভাপ্রসন্ন অনেক বেশি টাকায় ২০১১ সালে সুদীপ্ত সেনকে ৫ কোটি ৩০ লাখ টাকায় বেচে দিয়েছিলেন৷ সেই চ্যানেল কখনও সম্প্রচার হয়নি৷ ২০০৬ সালে দেবকৃপা তৈরি হলেও চ্যানেলের আপলিঙ্কিং অনুমতি পায় ২০১০ সালের এপ্রিলে৷ শুভাপ্রসন্ন তাঁর সপক্ষে কিছু নথি ২০১৪ সালে সিবিআইকে জমা দিয়েছিলেন৷ এই নিয়েও জেরা করা হয় বলেও খবর৷
রোজভ্যালিকাণ্ডে লক্ষ্মণ শেঠকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে চান, তাঁর কাছ থেকে হলদিয়ায় একটি জমি কিনেছিলেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু৷ বাজারমূল্যের থেকে অনেক বেশি দামে তা কেনা হয়েছিল বলে ইডি সূত্রে খবর৷ কিন্তু, জমি কেনার পরও তা হস্তান্তর হয়নি বলেও অভিযোগ৷ সেই বিষয়েই লক্ষ্মণ শেঠকে একাধিক প্রশ্ন করা হয় বলে ইডি সূত্রে খবর৷