কত টাকায় চুক্তি? অভিনেতা প্রসেনজিৎকে ছ’ঘণ্টা জেরে ইডির

কলকাতা: এই নিয়ে পরপর দু’দিন বাংলা চলচ্চিত্র জগতের দুই তারকাকে চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদ করল ইডি৷ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পর এবার প্রায় সাড়ে ছ’ঘণ্টা ধরে ইডির জেরার মুখোমুখি হলেন বাংলা সিনেমার অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ আজ কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়৷ জেরা শেষে অভিনেতা জানান, তিনি তদন্তে সহযোগিতা করতে এসেছিলেন৷ রোজভ্যালির সঙ্গে

কত টাকায় চুক্তি? অভিনেতা প্রসেনজিৎকে ছ’ঘণ্টা জেরে ইডির

কলকাতা: এই নিয়ে পরপর দু’দিন বাংলা চলচ্চিত্র জগতের দুই তারকাকে চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদ করল ইডি৷ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পর এবার প্রায় সাড়ে ছ’ঘণ্টা ধরে ইডির জেরার মুখোমুখি হলেন বাংলা সিনেমার অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ আজ কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তাঁকে ম্যারাথন  জিজ্ঞাসাবাদ করা হয়৷ জেরা শেষে অভিনেতা জানান, তিনি তদন্তে সহযোগিতা করতে এসেছিলেন৷ রোজভ্যালির সঙ্গে তাঁর কী চুক্তি ছিল, তাও তিনি ইডিকে জানিয়েছেন৷

রোজভ্যালি সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়ে আজ অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ ২০১৩ সালে চিটফান্ড দুর্নীতি প্রকাশ্যে আসার পর এই প্রথমবার অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ তাও আবার প্রায় সাড়ে ছ’ঘণ্টা৷ সূত্রের খবর, রোজভ্যালি চিটফান্ড সংস্থার আয়োজিত বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রসেনজিত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন৷ ওই সংস্থার প্রযোজিত একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন টলিপাড়ার বুম্বাদা৷ কিন্তু, কত টাকার বিনিময়ে তিনি অভিনয় করেছিলেন, কটা সিনেমা করেছিলেন, কী চুক্তি হয়েছিল তাও আজ জানতে চান ইডির আধিকারিকরা৷

প্রসেনজিত চট্টোপাধ্যায়৷ বাংলা চলচ্চিত্র জগতের এক স্তম্ভ৷ শুধু বাংলা নয়, হিন্দিতেও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা বুম্বাদা৷ সব মিলিয়ে ২০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ৷ বৃহস্পতিবারই জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালি ও ঋতুপর্ণার কোম্পানির মধ্যে লেনদেনের সম্পর্ক ব্যাখ্যা তলব করে ইডি৷ সম্প্রতি বেশ কয়েক সপ্তাহ ধরেই চিটফান্ড দুর্নীতিতে ইডি বা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অভিনেতাদের ডেকে পাঠানো হয়েছে৷ যার মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =