লখনউ: কোটি কোটি টাকার বিনিময়ে ভোটে দাঁড়ানোর টিকিট বিক্রি করছে সমাজবাদী পার্টি। নীতির সঙ্গে আপোসের জন্যই প্রকৃত সমাজবাদীরা আজ দলে ব্রাত্য হয়ে গিয়েছেন। শনিবার নাম না করে সপা প্রধান অখিলেশ যাদবকে এভাবেই তোপ দাগলেন প্রগতিশীল সমাজবাদী পার্টি বা পিএসপিএল সুপ্রিমো অখিলেশ যাদব।
২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় ভাইপো অখিলেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে সপা থেকে বেরিয়ে আসেন শিবপাল। পরবর্তী সময়ে পিএসপিএল নামে দল গড়েন তিনি। এদিন প্রাক্তন দলের বর্তমান নীতি-নৈতিকতা নিয়ে ক্ষোভ উগরে দেন শিবপাল। তিনি বলেন, ‘আজকে কাদের সঙ্গে তাঁরা আপোস করছেন? সমাজবাদ নিয়ে যাঁদের বিন্দুমাত্র জ্ঞান নেই। যাঁরা ১০, ১৫, ২০ বা ২৫ কোটি টাকা দিতে সক্ষম, তাঁরাই টিকিট পাচ্ছেন।’ এরপরেই প্রকৃত সমাজবাদীরা আজ দল থেকে ব্রাত্য বলে মন্তব্য করেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। শিবপালের কথায়, ‘যাঁরা প্রকৃত সমাজবাদী, তাঁদের কাছে অত টাকা নেই। তাই তাঁরা কী করে ভোটে লড়বেন? কী করেই বা জনগণের প্রতিনিধি হবেন? সামজবাদীরা ওই দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।’