তমলুক: খেজুরিতে নির্বাচনী জনসভা থেকে ফের নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদির সভায় খচরের পরিমাণ নিয়ে প্রশ্ন মমতার৷ বিজেপি সভায় লোক আনতে কত টাকা খরচ করা হচ্ছে? মঞ্চে দাঁড়িয়ে তারও হদিস দেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে মোদির কপ্টার থেকে বেরনো কালো বক্সের ছবি তুলোর রাখান বিষয়েও সংবাদমাধ্যমকে কার্যত নির্দেশ দেন মমতা৷
রবিবার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলনে, ‘‘মোদির সভার জন্য কত কোটি টাকা খরচ হচ্ছে? কেউ দেখছে না৷ কমিশন যখন সব দেখছে, তখন মোদির সভার খরচের হিসাব দেখবেন না কেন? আমরা তো সাদামাটা সভা করি৷ আর মোদি সভার জন্য এক হাজার-৫০০ টাকা দেওয়া হচ্ছে৷ কোথা থেকে আসছে এই টাকা? উৎস কী? কমিশনকে বলছি, ওই টাকার হিসাব নিন৷’’ বিজেপি জনগণের টাকা মেরে ভোটে খরচ করছে বলেও অভিযোগ তোলেন মমতা৷
মেদিনীপুরের হেড়িয়ায় সভায় মমতা দাবি করেন, মোদির মুম্বই, দিল্লি থেকে এজেন্সি এনে তাদের দিয়ে সভার আয়োজন করা হয়। এব্যাপারে নির্বাচন কমিশনকে জানাবেন তিনি। মমতা বলেন, রাজ্যে ফ্যাসিস্ট কায়দায় সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন মোদি। হিন্দু ধর্ম নিয়ে মিথ্যা কথা বলে জনগণের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী উস্কানিমূলর ভাষা ব্যবহার করছেন। ভোটের সময় রাজ্য পুলিসে রদবদল নিয়ে মমতার বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী ভোটের পর চলে যাবে। কিন্তু রয়ে যাবে বাংলার পুলিশ বাহিনী।
এদিন ফের মোদির কপ্টার থেকে বেরানো কালো বাক্সের প্রসঙ্গ তোলেন মমতা৷ বলেন, ‘‘আমি দেখছি, মোদি যেখানেই যাচ্ছে, সেখান থেকে বেরোচ্ছে কালো বাক্স৷ ওই বাক্সের ছবি তুলতে দেওয়া হচ্ছে না কেন? কী আছে ওই বাক্সে৷ ছবি তুলতে গিয়ে বাধা দেওয়া হচ্ছে৷’’