তৃণমূল প্রার্থী নুসরতের বিষয় আশয় কত জানেন?

কলকাতা: নুসরত জাহান৷ টলিউডের জনপ্রিয় নায়িকা৷ আপাতত অভিনয় ফেলে নেমেছেন রাজনীতিতে৷ রাজনীতিতে তাঁর অভিষেক নির্বাচন৷ তৃণমূলের টিকিটে বসিরহাট লোকসভায় লড়ছেন তিনি৷ দেখে নেওয়া যাক নুসরতের আয় ব্যয়ের হিসেব। [তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ কত জানেন? চমকে উঠবেন] নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে নুসরত জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ৷ রয়েছে

তৃণমূল প্রার্থী নুসরতের বিষয় আশয় কত জানেন?

কলকাতা: নুসরত জাহান৷ টলিউডের জনপ্রিয় নায়িকা৷ আপাতত অভিনয় ফেলে নেমেছেন রাজনীতিতে৷ রাজনীতিতে তাঁর অভিষেক নির্বাচন৷ তৃণমূলের টিকিটে বসিরহাট লোকসভায় লড়ছেন তিনি৷ দেখে নেওয়া যাক নুসরতের আয় ব্যয়ের হিসেব।

[তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ কত জানেন? চমকে উঠবেন]

নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে নুসরত জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ৷ রয়েছে ৫ লক্ষ টাকা৷ ব্যাংকে রয়েছে, ২৯ ৮৮ হাজার টাকা৷ বিভিন্ন বন্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে৷ ২ লক্ষ ৫০ হাজার টাকার বিমা রয়েছে নুসরতের নামে৷ রয়েছে দু’টি গাড়ি৷ যার বাজার মূল্য ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা৷ নুসরতের রয়েছে ১২ লক্ষ টাকার অলঙ্কার৷ সব মিলিয়ে অস্থাবর সম্পত্তি রয়েছে ৯০ লক্ষ ৮৮ হাজার টাকা৷ জমি বাড়ি সহ নুসরত জাহানে ২ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে৷ নুসরত জানিয়েছেন তাঁর নামে কোনও মামলা নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 17 =