কতটা ক্ষতি করেছে বুলবুল? আকাশ পথে দেখবেন মমতা

কলকাতা: বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলার উপকূলবর্তী এলাকা৷ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া উপকূলবর্তী এলাকা৷ সরকারি সূত্রে খবর, বুলবুলের তাণ্ডবে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লক্ষ মানুষ৷ মৃত্যু হয়েছে সাত জনের৷ যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলার কাজ প্রশাসনের তরফে শুরু হলেও ত্রাণ নিয়ে শুরু হয়েছে ক্ষোভ৷ পর্যান্ত ত্রাণ না পেয়ে পথ অবরোধ ক্যানিংয়ের

কতটা ক্ষতি করেছে বুলবুল? আকাশ পথে দেখবেন মমতা

কলকাতা: বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলার উপকূলবর্তী এলাকা৷ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া উপকূলবর্তী এলাকা৷ সরকারি সূত্রে খবর, বুলবুলের তাণ্ডবে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লক্ষ মানুষ৷ মৃত্যু হয়েছে সাত জনের৷ যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলার কাজ প্রশাসনের তরফে শুরু হলেও ত্রাণ নিয়ে শুরু হয়েছে ক্ষোভ৷ পর্যান্ত ত্রাণ না পেয়ে পথ অবরোধ ক্যানিংয়ের বাসিন্দাদের৷ পরে প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ৷

অন্যদিকে, শনিবার রাত ১১টা পর্যন্ত নবান্নের কন্ট্রোল রুম থেকে বুলবুলের তাণ্ডবের পরিস্থিতি পর্যবেক্ষক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷ বুলবুল মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ভূমিকা প্রশংসা করেন রাজ্যপাল৷ বুলবুলের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে প্রশাসন৷

অন্যদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আকাশ পথে গোটা এলাকা ঘুরে দেখতে পারেন তিনি৷ আর সেই কারণে উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী৷

জানা গিয়েছে, বকখালি, সাগরদ্বীপ, কাকদ্বীপ, পাথরপ্রতিমায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে৷ বাড়িছাড়া বহু মানুষ৷ উপড়ে গিয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি৷ উড়ে গিয়েছে ঘরের চাল৷ চাষের জমি তছনছ হয়েছে৷ নামখানায় ভেঙে গিয়েছে জেটি৷ নিখোঁজ বেশ কয়েকটি লঞ্চ৷ বেশ কয়েকজন নিখোঁজ৷

ঘূর্ণিঝড় বুলবুলের জেরে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী ট্যুইটে জানিয়েছেন, সোমবার আকাশপথে নামখানা ও বকখালির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন৷ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রক্রিয়া নিয়ে কাকদ্বীপের প্রশাসনিক বৈঠকও করার কথা তাঁর৷ বুধবার ঝড়ে ক্ষতিগ্রস্ত বসিরহাট এলাকা পরিদর্শন করার কথাও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *