কলকাতা: প্রার্থীদের সম্পত্তি গত লোকসভা নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি হলে তাঁদের আয়ের উৎস সম্পর্কে খোঁজ নেবে আয়কর দপ্তর। কেন্দ্রীয় নির্বাচন কমিশন আয়কর দপ্তরকে সেই নির্দেশই দিয়েছে।
সেই সঙ্গে কমিশন নির্দেশিকা জারি করে বলেছে, মনোনয়নপত্র জমার সময় ২৬ নম্বর ফর্মের সঙ্গে হলফনামা দিয়ে গত পাঁচ বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন, বিদেশে থাকা সম্পত্তি বা বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত অর্থ থাকলে তার বিস্তারিত তথ্য এবং প্যান নম্বর দিতে হবে। শুধু প্রার্থী নয়, তাঁর স্ত্রীর সম্পত্তির বিস্তারিত হিসেবও জমা দিতে হবে। সেকারণে এবার ফর্ম ২৬-এ বদল আনা হয়েছে। নির্বাচন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় আইন মন্ত্রক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, আগে ফর্ম ২৬-এ প্রার্থীকে তাঁর নিজের ও স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা, অপরাধের ঘটনা উল্লেখ করতে হতো। বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত অর্থ বা সম্পত্তির হিসেব দেওয়ার মতো কোনও জায়গা ওই ফর্মে ছিল না। কমিশনের সুপারিশে আইন মন্ত্রক ফর্ম ২৬-এ বদল এনে নতুন জায়গা তৈরি করেছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, বিদেশের ব্যাঙ্ক বা অর্থলগ্নি সংস্থায় গচ্ছিত অর্থ বা বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পত্তি থাকলে তা উল্লেখ করতে হবে।