হাওড়া: উপলক্ষ কলকাতা ও সংলগ্ন দুটি জেলার ভোট। আর সেই কারণেই গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হাওড়া জেলায় মদের বিক্রি বাড়ল এক ধাক্কায় পাঁচগুণ। যা রীতিমতো কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচন কমিশনের কর্তাদের। গত মার্চ মাসের প্রথমেই নির্বাচন কমিশন আবগারি দপ্তরকে নির্দেশ দিয়েছিল, প্রতিটি মদের দোকান ও পানশালায় প্রতিদিনের বিক্রির হিসেব পাঠাতে হবে।
কোনও দোকান বা পানশালায় একদিনে হঠাৎ বেশি বিক্রি হলে তার কারণও কমিশন একাধিকবার জানতে চেয়েছে। কিন্তু, এইভাবে হাওড়ায় মদের বিক্রির বেড়ে যাওয়ায় কমিশনের কর্তাদের মনে হয়েছে, কার্যত কলকাতায় মদ বিক্রি বন্ধ করে কোনও লাভ হয়নি। সুরাপ্রেমিকরা সহজেই গঙ্গা পার হয়ে হাওড়া থেকে মদ কিনে চলে গিয়েছেন। আর সেই কারণেই হাওড়ায় মদের বিক্রি এইভাবে বৃদ্ধি পেয়েছে। তবে, আইনত ওই সময় হাওড়ায় মদ বিক্রি নিষিদ্ধ ছিল না। কিন্তু, প্রশ্ন উঠেছে, রাস্তায় নাকা চেকিং কঠোর করার কথা ছিল পুলিসের। তাহলে হাওড়া থেকে মদ কলকাতায় গেল কীভাবে?