বাংলায় সরকার গড়তে কটি আসন পাবে বিজেপি? জানালেন অমিত শাহ

নয়াদিল্লি: বাংলায় দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ভবিষ্যৎবাণী শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলা দখলের বিষয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ জানিয়েছেন, আমি বহুবার বলেছি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২০টি আসন পাবে বিজেপি৷ তখন আমাকে কেউ বিশ্বাস করতে চাইনি৷ কিন্তু

বাংলায় সরকার গড়তে কটি আসন পাবে বিজেপি? জানালেন অমিত শাহ

নয়াদিল্লি: বাংলায় দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ভবিষ্যৎবাণী শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলা দখলের বিষয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ জানিয়েছেন, আমি বহুবার বলেছি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২০টি আসন পাবে বিজেপি৷ তখন আমাকে কেউ বিশ্বাস করতে চাইনি৷ কিন্তু ফলাফল বলে দিয়েছে আমরা কীভাবে বাংলায় বাড়ছি৷ লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে পরাজয়ের পরিমাণ খুবই কম৷ প্রায় পাঁচ হাজার কম ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছেন৷ ফলে পশ্চিমবঙ্গে বিজেপি সংগঠন এখন বাড়ছে৷ সংগঠনকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছে আমাদের৷ আর সেই কারণে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সরকার গঠন করবে বিজেপি৷

তবে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করবে বলে প্রত্যাশা এখানেই থামাননি বিজেপি সভাপতি অমিত সাহা৷ তিনি জানিয়েছেন, দুই তৃতীয়াংশ ভোট নিয়ে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা ছিনিয়ে আনবে বিজেপি৷ আর সেই লক্ষ্যেই বিজেপি নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলা কথাও জানিয়েছেন৷ হিসাব নিয়ে অমিত শাহ জানিয়েছেন, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিজেপি অন্তত ১৯৬টি আসন পাবে৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতা দখল করার বিষয়টি শুধু সময়ের অপেক্ষা বলেও জানিয়েছেন তিনি৷

তবে বিরোধীরা বলছেন, লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন এক মাত্রায় মাপলে চলবে না৷ কারণ লোকসভার নির্বাচনের ইস্যু ও বিধানসভা নির্বাচনের পৃথক৷ ফলে লোকসভা নির্বাচনের ফলাফল দেখে বিজেপি যদি উৎসাহ দেখাতে থাকে তবে তারা ভুল করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *