বিধানসভা ভিত্তিক কটা আসন দখলে রাখল বিজেপি? দেখলে চমকে উঠবেন

কলকাতা: বাংলায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস আগেই ছিল৷ ভোট গণনার পর সেই পূর্বভাসকেই মিলিয়ে বাংলায় তুফান তুলল গেরুয়া শিবির৷ এখনও পর্যন্ত বাংলার ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে ২২টি আসনে এগিয়ে তৃণমূল৷ বিজেপি ১৮টি আসনে৷ বামেরা খাতা না খুললেও ২টি পেয়েছে কংগ্রেস৷ যদি লোকসভা ভোটের ফলাফল বিধানসভাওয়াড়ি বিবেচনা করা হয়, তাহলে চোখ কপালে ওঠার জোগাড়৷ আরও পড়ুন: বাংলা

বিধানসভা ভিত্তিক কটা আসন দখলে রাখল বিজেপি? দেখলে চমকে উঠবেন

কলকাতা: বাংলায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস আগেই ছিল৷ ভোট গণনার পর সেই পূর্বভাসকেই মিলিয়ে বাংলায় তুফান তুলল গেরুয়া শিবির৷ এখনও পর্যন্ত বাংলার ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে ২২টি আসনে এগিয়ে তৃণমূল৷ বিজেপি ১৮টি আসনে৷ বামেরা খাতা না খুললেও ২টি পেয়েছে কংগ্রেস৷ যদি লোকসভা ভোটের ফলাফল বিধানসভাওয়াড়ি বিবেচনা করা হয়, তাহলে চোখ কপালে ওঠার জোগাড়৷

আরও পড়ুন: বাংলা থেকে তৃণমূলকে মুছে দিতে চেয়েছিলেন মুকুল রায়, কেন জানেন?

ফলাফল যা দেখা গিয়েছে, তাতে বিধানসভা ভিত্তিক ফেললে দেখা যাচ্ছে, বাংলার ২৯৪টির মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ১৫৮টি আসনে৷ ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে বিজেপি৷ ১২৮টিতে আসনে এগিয়ে বিজেপি৷ ৮টি বিধানসভায় এগিয়ে কংগ্রেস৷ দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে বিজেপির প্রভাব সব থেকে বেশি৷ উত্তরবঙ্গে ৪৩ বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি৷

আরও পড়ুন: ভোটের বাংলায় তৃণমূলকেও ছাপিয়ে গেল বিজেপি

এই মুহূর্তে রাজ্যে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত ১২টি লোকসভা৷ ১২টির মধ্যে ভাল ফল তৃণমূলের৷ রাজ্যে মোট ২৭টি গ্রামীণ লোকসভা হয়েছে৷ তার মধ্যে ১৫টি গ্রামীণ লোকসভায় ভাল ফল করেছে বিজেপি৷ ফলে, আগামী ২০২১-এর বাংলা ভোটের নির্বাচনের উত্তাপ এখন থেকেই বেশ খানিকটা আঁচ করা যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 2 =