কলকাতা: বাংলায় পদ্ম ফোটার স্পষ্ট ইঙ্গিত মিলল একাধিক সংস্থার এক্সিট পোলে৷ একাধিক সমীক্ষায় উঠে এসেছে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ঝুলিতে ন্যূনতম ১১ সর্বাধিক ২২টি আসন আসতে চলেছে। ভোট পরবর্তী এই আগাম ফলাফলে রীতিমতো উৎফুল্ল বঙ্গ বিজেপি।
দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, এটাই হওয়ার ছিল। বিজেপির প্রতি সাধারণ মানুষের এই চোরা সমর্থন মোদিজি-অমিতজি আগেই বুঝতে পেরেছিলেন। তাই গত দু’মাসে কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে ৮০টি জনসভার আয়োজন করেছি। একজন প্রধানমন্ত্রী লোকসভা ভোটের প্রচারে ১৮টি জনসভা করেছেন, এটা সর্বকালীন রেকর্ড। বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিলীপবাবুর বার্তা, কথা দিচ্ছি, ক্ষমতায় এলে কুশাসনের অবসান ঘটিয়ে রাজ্যে সুশাসন নিশ্চিত করব। আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি আরও বলেন, ২৩ মে সব সমীক্ষাকে উল্টে দিয়ে আমরা রাজ্যে অর্ধেকের বেশি আসন জিতব।