নয়াদিল্লি: নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারের তীব্রতা ততই বাড়ছে রাজনৈতিক দলগুলির। পথে-প্রান্তরে নেমে যেমন জনসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা, তেমনই নেট-দুনিয়ার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটেও ভোট-প্রচারের বন্যা বইয়ে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সমর্থকরা। পরিসংখ্যান বলছে, চলতি বছরে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সোশ্যাল সাইটে বিজ্ঞাপনীপ্রচারের পিছনে প্রায় ১০ কোটি টাকারও বেশি অর্থ খরচ হয়েছে।
ফেসবুকের অ্যাড লাইব্রেরি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ৫১ হাজার ৮১০টি রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশিত হয়ে ফেসবুকে। যার পিছনে বিভিন্ন রাজনৈতিক দল খরচ করেছে প্রায় ১০ কোটি ৩২ লক্ষ টাকা। তালিকায় একেবারে শীর্ষে রয়েছে বিজেপি।
তবে, মার্চের শেষ সপ্তাহের আগের সপ্তাহ পর্যন্ত প্রকাশিত রাজনৈতিক বিজ্ঞাপনের সংখ্যা ছিল ৪১ হাজার ৯৭৪টি এবং খরচের পরিমাণ ছিল ৮ কোটি ৫৮ লক্ষ টাকা। ফেসবুক জানিয়েছে, এই বিজ্ঞাপনগুলির অধিকাংশই রাজনৈতিক। বাকিগুলি জাতীয় স্বার্থ সম্পর্কিত। বিজেপি সমর্থকদের দ্বারা পরিচালিত ‘ভারত কে মন কি বাত’ নামের একটি পেজ থেকে সর্বোচ্চ ৩ হাজার ৭০০টি বিজ্ঞাপন দেওয়া হয়েছে ফেসবুকে।