কত কোটি টাকার সম্পত্তির মালকিন উর্মিলা? জানলে চমকে উঠবেন

নয়াদিল্লি: সিনেমার পর্দা ছেড়ে রাজনীতিতে নেমেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর৷ উত্তর মুম্বই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী৷ নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জমা দিয়েছে মনোনয়নপত্র৷ নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে উর্মিলা জানিয়েছেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ৷ হলফনামায় উর্মিলা জানিয়েছেন, তিনি গ্র্যাজুয়েট নন৷ তবে, সিনেমা করে জমিয়ে ফেলেছেন ৬৮.২৮ কোটি টাকা৷ ৪১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি

কত কোটি টাকার সম্পত্তির মালকিন উর্মিলা? জানলে চমকে উঠবেন

নয়াদিল্লি: সিনেমার পর্দা ছেড়ে রাজনীতিতে নেমেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর৷ উত্তর মুম্বই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী৷ নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জমা দিয়েছে মনোনয়নপত্র৷  নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে উর্মিলা জানিয়েছেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ৷

কত কোটি টাকার সম্পত্তির মালকিন উর্মিলা? জানলে চমকে উঠবেনহলফনামায় উর্মিলা জানিয়েছেন, তিনি গ্র্যাজুয়েট নন৷ তবে, সিনেমা করে জমিয়ে ফেলেছেন ৬৮.২৮ কোটি টাকা৷ ৪১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর৷ বান্দ্রায় রয়েছে ৪টি ফ্ল্যাট৷ মেরেকেটে যার বাজারমূল্য প্রায় ২৭ কোটি টাকা৷ বসইয়ে ১ কোটি ৬৮ লক্ষ টাকার ১০ একর জমি রয়েছে৷ মাথার উপর রয়েছে ৩২ লাখ টাকার ঋণ৷ স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩২.২৫ কোটি টাকা কাছাকাছি৷

উর্মিলার বিরুদ্ধে ভোটে লড়ছেন বিজেপির গোপাল শেট্টি৷ ২০১৪-য় তিনি হারান কংগ্রেসের সঞ্জয় নিরুপমকে, সাড়ে চারলাখ ভোটে৷ এবার তাঁকে সরিয়ে বলিউডে পরিচিত উর্মিলাকে প্রার্থী করেছে কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =