কীভাবে পাওয়া যায় বিজেপিতে গুরুত্ব? শোভনকে পরামর্শ মুকুলের

কলকাতা: আজ ছিল বিজেপির সাংগঠনিক বিশেষ পর্যালোচনা বৈঠক৷ আইসিসিআরে গুরুত্বপূর্ণ বৈঠকে ফের উঠে এল শোভন-বৈশাখীর প্রসঙ্গ৷ শোভন-বৈশাখীকে নিয়ে দলের অন্দরে অস্বস্তি ঢাকতে এবার নয়া বার্তা দিলেন মুকুল রায়৷ শোভন-বিদ্রোহ রুখতে দিলেন নয়া পরামর্শ৷ সাংগঠনিক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায়ের দাবি, ‘‘আজ যে বিষয়ে সাংগঠনিক বৈঠক হয়েছে, সেখানে আলাদা করে শোভন-বৈশাখীকে ডাকা হয়নি৷

কীভাবে পাওয়া যায় বিজেপিতে গুরুত্ব? শোভনকে পরামর্শ মুকুলের

কলকাতা: আজ ছিল বিজেপির সাংগঠনিক বিশেষ পর্যালোচনা বৈঠক৷ আইসিসিআরে গুরুত্বপূর্ণ বৈঠকে ফের উঠে এল শোভন-বৈশাখীর প্রসঙ্গ৷ শোভন-বৈশাখীকে নিয়ে দলের অন্দরে অস্বস্তি ঢাকতে এবার নয়া বার্তা দিলেন মুকুল রায়৷ শোভন-বিদ্রোহ রুখতে দিলেন নয়া পরামর্শ৷

সাংগঠনিক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায়ের দাবি, ‘‘আজ যে বিষয়ে সাংগঠনিক বৈঠক হয়েছে, সেখানে আলাদা করে শোভন-বৈশাখীকে ডাকা হয়নি৷ আমি আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করার পর দু’বছর লেগেছিল, আমার জাতীয় পরিষদের সদস্যপদ পেতে৷ একটু তো সময় দিতেই হবে৷ দলে একটু সময় দিতে হবে৷’’

শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা পুরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী করার জল্পনা প্রসঙ্গে মুকুল রায়ের মন্তব্য, ‘‘এটা সম্পূর্ণ মিডিয়ার প্রচার৷ মোয়র করার বিষয়ে কোনও আলোচনা হয়নি৷ শোভন কলকাতার বুকে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি৷ ৩৪ বছর নির্বাচিত সদস্য ছিলেন৷ কোনও সময় মেয়র, কোন সময় কাউন্সিলার ছিলেন৷ মন্ত্রী ছিলেন৷ মন্ত্রী থাকাকালীন পাঁচটা দপ্তর সামনে এসেন৷ ফলে শোভন কম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সেটা নিয়ে প্রশ্ন ওঠে না৷’’

একই সঙ্গে রাজ্যের পুরভোট ভোট প্রসঙ্গে মুকুল রায়ের আক্রমণ, ‘‘রাজ্য সরকার পুরভোট করাবে না৷ নির্বাচন করালে মমতা হারবে৷ কলকাতা পুরসভার নির্বাচনে তৃণমূল করাবে না৷ কারণ ওঁদের মোনে হারার ভয় ঢুকে গিয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 4 =