নয়াদিল্লি: গুগল প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের পিছনে এপর্যন্ত রাজনৈতিক দলগুলি খরচ করেছে ৩৭ কোটিরও বেশি টাকা। সবমিলিয়ে ৮৩১টি বিজ্ঞাপন দেওয়া হয়েছে গুগলে। ইন্ডিয়ান ট্রাসপারেন্সির রিপোর্ট জানাচ্ছে, সবথেকে বেশি খরচ করেছে বিজেপি। তারা ৫৫৪টি বিজ্ঞাপনের জন্য দিয়েছে ১ কোটি ২১ লাখ টাকা। মোট বিজ্ঞাপন খরচের তা ৩২ শতাংশ। কংগ্রেস বেশ পিছিয়ে, ৬ নম্বরে। ১৪টি বিজ্ঞাপন বাবদ তারা খরচ করেছে ৫৪ হাজার টাকা। খরচে দ্বিতীয় জগন্মোহন রেড্ডির ওয়াই এস আর কংগ্রেস।
তারা খরচ করেছে ১ কোটি ৪ লাখ টাকা দিয়ে ১০৭টি বিজ্ঞাপন দিয়েছে গুগলে। এই দলের প্রচারে পাম্মি সাইচরণ রেড্ডি নামে একজন দিয়েছেন ২৬ হাজার ৪০০ টাকা। তৃতীয় স্থানে তেলুগু দেশম, চতুর্থ স্থানে চন্দ্রবাবু নাইডু নিজে। গুগলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বেশি অন্ধ্রপ্রদেশ থেকেই। তারপরই তেলেঙ্গানা। বিজ্ঞাপনের নীতিভঙ্গের জন্য গুগল ১১টি রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে।