বাঁকুড়া: আসন কমলেও দিল্লির মসনদে হ্যাটট্রিক গড়তে চলেছে অরিবন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৫৮টি আসনে এগিয়ে আপ, বিজেপি ৩ থেকে বেড়ে ১২টি আসনে এগিয়ে৷ দিল্লিতে ১৫ বছর রাজত্ব করার পরও খাতা খুলতে ব্যর্থ কংগ্রেস৷ ফলাফলের গতিপ্রকৃতি যা, তাতে দিল্লি বিধানসভা নির্বাচনে আপের জয় নিশ্চিত৷ রাজধানীতে আপের জয় নিশ্চিত হতেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
অরিবন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ এই জয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাফ জবাব, বিজেপির ঘৃণ্য রাজনীতিকে পরাস্ত হয়েছে৷ বিজেপি জেতার জন্য সর্বস্ব দিয়েছিল৷ কিন্তু, তাও জিততে পারেনি৷ মানুষ বিজেপির ঘৃণ্য রাজনীতি পছন্দ করেনি৷ মানুষ উন্নয়ন চায়, কাজ চাই৷ রাজনীতি হোক উন্নয়ন ও শান্তির জন্য৷
মমতার আরও দাবি, ‘‘বিজেপি প্রথম ধাক্কা খেয়েছিল মহারাষ্ট্রে৷ তারপর ঝাড়খণ্ডে৷ আজ দিল্লিতে হার বিজেপির৷ এই জনমত স্পষ্ট, লোকসভা ভোটে বিজেপি ম্যানেজ করে জিতেছিল৷ ফেক খবর ছড়িয়ে, টাকা দিয়ে ঘৃণা ছড়িয়ে বিজেপি৷”