ভোটের মুখে ‘কত বড় এসপি’কে সরাল কমিশন

কোচবিহার: ভোটের দু’দিন আগেই কোচবিহারের এসপি অভিষেক গুপ্তাকে সরিয়ে দিল কমিশন। নতুন এসপি হলেন অমিত কুমার সিং। কমিশন সূত্রে জানা গিয়েছে, আজই অমিত সিংকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন৷ West Bengal: Election Commission of India has transferred Abhishek Gupta from the post of Superintendent of Police of Cooch Behar and has posted Amit Kumar Singh

ভোটের মুখে ‘কত বড় এসপি’কে সরাল কমিশন

কোচবিহার: ভোটের দু’দিন আগেই কোচবিহারের এসপি অভিষেক গুপ্তাকে সরিয়ে দিল কমিশন। নতুন এসপি হলেন অমিত কুমার সিং। কমিশন সূত্রে জানা গিয়েছে, আজই অমিত সিংকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন৷

জানা গিয়েছে, কোচবিহারের এসপি অভিষেক গুপ্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন বিরোধী দলের নেতারা৷ বিরোধীদের পর্যবেক্ষকদের কাছেও একাধিক অভিযোগ উঠছিল৷ মূলত, এই অভিযোগের ভিত্তিতে তাঁকে অপসারিক করা হয়৷

এর আগে ৭ এপ্রিল কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী মোদির জনসভা থেকে অভিষেক গুপ্তার বিরুদ্ধে প্রকাশ্যে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মুকুল রায়৷ বলেন, ‘কত বড় এসপি, দেখে নেব৷’ মুকুল রায়ের এই ঘোষণার পরই এসপিকে অপসারণের খবরে রাজনৈতিক মহলে চাপানউতোর তৈরি হয়েছে৷

বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের দু’কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট৷ মোট বুথের সংখ্যা ৩৮৪৪টি। এরমধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট বুথ ২০১০৷ কমিশন সূত্রে খবর, তার মধ্যে মাত্র ১০৬০টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ বাকি ৯৬০টি বুথে রাজ্য পুলিসের নিরাপত্তায় ভোট হবে বলে খবর৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + four =