হাইকোর্টে কীভাবে বিচারপতি নিয়োগ হয়? এজলাসে দাঁড়িয়ে বিস্ফোরক কল্যাণ

কলকাতা: আস্থা ভোটের মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সঙ্গে বিতর্ক জড়ালেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আজ, মামলার শুনানি পর্বে বিচারপতিদের জমি ও নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন৷ একই সঙ্গে আইনজীবীদের সম্পত্তির পরিমাণ নিয়েও পাল্টা প্রশ্ন ওঠে এজলাসে৷ বিতর্ক চলাকালীন এজলাস ছেড়ে চলে যান বিচারপতি৷ বেরিয়ে যান কল্যানও৷ পরে, এজলাসে ফিরে ক্ষমা

1b33139b31575594296637486f69ab44

হাইকোর্টে কীভাবে বিচারপতি নিয়োগ হয়? এজলাসে দাঁড়িয়ে বিস্ফোরক কল্যাণ

কলকাতা: আস্থা ভোটের মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সঙ্গে বিতর্ক জড়ালেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আজ, মামলার শুনানি পর্বে বিচারপতিদের জমি ও নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন৷ একই সঙ্গে আইনজীবীদের সম্পত্তির পরিমাণ নিয়েও পাল্টা প্রশ্ন ওঠে এজলাসে৷ বিতর্ক চলাকালীন এজলাস ছেড়ে চলে যান বিচারপতি৷ বেরিয়ে যান কল্যানও৷ পরে, এজলাসে ফিরে ক্ষমা চেয়ে নেন আইনজীবী৷

এদিন মামলার শুনানিতে কল্যানবাবু অভিযোগ করেন, হাইকোর্টের বিচারপতিদের একাংশ সল্টলেকে জমি পয়েছেন৷ কারা কারা তা পেয়েছেন, সেই তালিকা তাঁর কাছে আছে বলেও জানান তিনি৷ কোন বিচারপতিকে কীভাবে নিয়োগ করা হয়েছে তাও জানি৷ বলব? মন্তব্য কল্যাণের৷ পাল্টা আইনজীবীদের সম্পত্তি দিনে দিনে কীভাবে ফুলে ফেঁপে উঠছে, তা নিয়েও তোলা হয় প্রশ্ন৷ ‘‘আমার নিয়োগ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না৷ সততার সঙ্গে কাজ করছি৷ এখানে এমন অনেকেই আছে, ১০ বছর আইনজীবীর অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অনেকে হাইকোর্টের গুরুত্বপদে রয়েছে৷ আমি কাউকে ভয় পাই না৷ কিছু লোক দিতে পছন্দ করে৷ কিছু লোক নিতে৷ তাই কাটমানি কনসেপ্ট৷’’ মন্তব্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের৷ এরপরই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজেপি ২০ লক্ষ টাকা খরচ করেছে৷ দুর্নীতির অভিযোগ তুললে সর্বস্তরে বিবেচনা করা উচিত৷ এজলাসে বিতর্ক তৈরি হওয়ার পরই বিচারপতি তাঁর চেম্বারে চলে যান৷ পরে গোটা ঘটনায় বিচারপতির কাছে দুঃখ প্রকাশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ খবর কলকাতা হাইকোর্ট সূত্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *