কেমন হল তৃতীয় দফার নির্বাচন? কী বলছে প্রশাসন?

কলকাতা: মঙ্গলবার তৃতীয় দফায় রাজ্যে পাঁচ কেন্দ্রের ভোটে রক্তাক্ত হল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদেই বিক্ষিপ্ত সংঘর্ষে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া এই লোকসভা কেন্দ্রের আরও কিছু জায়গায় বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচ কেন্দ্রেই তৃণমূল, কংগ্রেস ও বিজেপির বহু কর্মী সমর্থক জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, শান্তিপূর্ণ

কেমন হল তৃতীয় দফার নির্বাচন? কী বলছে প্রশাসন?

কলকাতা: মঙ্গলবার তৃতীয় দফায় রাজ্যে পাঁচ কেন্দ্রের ভোটে রক্তাক্ত হল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদেই বিক্ষিপ্ত সংঘর্ষে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া এই লোকসভা কেন্দ্রের আরও কিছু জায়গায় বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচ কেন্দ্রেই তৃণমূল, কংগ্রেস ও বিজেপির বহু কর্মী সমর্থক জখম হয়েছেন।

তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ন’জন জখম হয়েছেন। পাঁচটা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৭৮.৯৭ শতাংশ। চারটি এফআইআর হয়েছে। ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সাতজনকে নির্দিষ্ট কেসে গ্রেপ্তার করা হয়েছে বলে এডিজি আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা জানান।

তৃতীয় দফায় এরাজ্যের বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় মঙ্গলবার। সকাল থেকে বিভিন্ন বুথে বহু ইভিএম বিকলের খবর থাকলেও চারটি কেন্দ্রে মোটের উপর শান্তিতে ভোট হয়েছে। কিন্তু রক্তাক্ত হয়েছে মুর্শিদাবাদ। এদিন দুপুরে রানিতলা থানার বালিগ্রামে বুথের বাইরে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে টিয়ারুল শেখ নামে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উভয়পক্ষের আরও দু’জন। ভোটের ময়দান নিয়ন্ত্রণ করা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। উভয়পক্ষই একে-অপরের উপর লাঠি, হাঁসুয়া নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কংগ্রেস এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 6 =