আজ বিকেল: ২৪ ঘণ্টা আগেই নতুন নাম দিয়েছিলেন তবে দিন তো পেরিয়েছে, কেন ফের নতুন নাম আসবে না, আসতে তো হবেই হলও তাই। মাথাভাঙার জনসমাবেশ থেকে ফের নমোর নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ক্ষমতা হাতে পেয়েই যা ইচ্ছে তাই করে দিচ্ছে। এ যেন মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদাদা আর হিটলারের জ্যাঠামশাই দেশ চালাচ্ছে।
প্রসঙ্গত, গতকালই দিনহাটা প্রথম নির্বাচনী সমাবেশে যোগ দেন তৃণমূলনেত্রী। সেই সভা থেকেই মোদিকে এক্সপায়েরি বাবু বলে উল্লেখ করেছিলেন। এদিকে একই সময়ে উত্তরবঙ্গ ও কলকাতার ব্রিগেড থেকে মমতাকে একহাত নেন নরেন্দ্র মোদি। এদিন তারই পাল্টা দিলেন তৃণমূলনেত্রী। তিনি বলেন,চাওয়ালা এখন চৌকিদার সেজেছে। চা, দুধ, চিনি কিছুই আর নেই। কটলিটাও খোয়া গিয়েছে। তাই কেটলিদার থেকে চৌকিদার হয়েছে। একজন চৌকিদার সেজে বসেছে, আর অন্যদিকে দেশের সত্যিকারের চৌকিদাররা কাজ হারাচ্ছেন।লোকে বলছে চৌকিদার চোর হ্যায়, তিনি বলেননি। তাঁর মতে চৌকিদার ঝুটা হ্যায়।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকেও নিশানা করেন দিদি, কটাক্ষে বিঁধে তাঁকে চৌকিদার কেটলি বলেছেন। ব্যাংক থেকে একলক্ষ টাকার বেশি তুলতে না পারার বিধিনিয়মকে কটাক্ষ করেন। বলেন, বুঝুন ঠেলা আপনার টাকা আপনি তুলতে পারবেন না। এরা ফের ক্ষমতায় এলে সব টাকা নিয়ে নেবে। তাই বিজেপিকে ভোট নয়। বাংলাই দেশকে পথ দেখাবে। জোট সরকারের উপরে আস্থা রাখারও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।