‘পরিবর্তন হবে হিন্দুত্ববাদেই’, ফের নিজের সিদ্ধান্তে অনড় শুভেন্দু!

Hindutva Politics in West Bengal Elections ফের উগ্র হিন্দুতে লাইনে হাঁটার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার একটি সভা থেকে সম্প্রতি শুভেন্দু…

Hindutva Politics in West Bengal Elections 

Hindutva Politics in West Bengal Elections

ফের উগ্র হিন্দুতে লাইনে হাঁটার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার একটি সভা থেকে সম্প্রতি শুভেন্দু এটাই বলতে চেয়েছেন যে, হিন্দু ভোটের উপর নির্ভর করেই একমাত্র বিজেপি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিততে পারে। (Hindutva Politics in West Bengal Elections, Suvendu Adhikari’s Hindutva Strategy for BJP, West Bengal Elections, Hindutva Politics, Political News)

Suvendu Adhikari’s Hindutva Strategy for BJP

চলতি মাসে সায়েন্স সিটিতে রাজ্য বিজেপির একটি সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ‘সব কা সাথ, সব কা বিকাশ’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্লোগান দিয়ে আসছেন ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার সময় থেকেই। অর্থাৎ বিজেপি কোনও ধর্মীয় ভেদাভেদ করতে চায় না, এটাই বোঝাতে চেয়েছেন তিনি। কিন্তু সায়েন্স সিটির ওই সভায় শুভেন্দুকে উল্টো কথাই বলতে শোনা গিয়েছিল। প্রধানমন্ত্রীর ওই স্লোগানের বিরোধিতা করেছিলেন তিনি। সেই সঙ্গে শুভেন্দু বলেছিলে, যাঁরা তাঁদের পাশে আছেন, বিজেপি শুধু তাঁদেরই পাশে থাকবে। এভাবেই হিন্দুদের কথা তুলে ধরতে চেয়েছিলেন তিনি। যা নিয়ে তীব্র বিতর্ক হয়।

West Bengal Elections

শুভেন্দুর বক্তব্য সমর্থন করেননি দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে শুভেন্দু নিজের সিদ্ধান্তেই অটল রয়েছেন। সেই সূত্রে যেন আগের চেয়ে আরও বেশি মাত্রায় হিন্দুত্ববাদকে আঁকড়ে ধরে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে হলদিয়ার সভায় শুভেন্দু বলেছেন, হিন্দুদের ভোটের আরও তিন শতাংশ বিজেপির দিকে আসলেই তাঁরা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবেন।

Hindutva Politics

শুভেন্দুর রাজনৈতিক গ্রাফ বলছে তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই রাজনীতি করেছেন। যা মনে বিশ্বাস করেন সেভাবেই চলেন তিনি। তাই একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু। কারণ নিজের মতো করে তৃণমূলে থেকে তিনি রাজনীতি করতে পারছিলেন না। তৃণমূলের অন্যতম এক শীর্ষ নেতার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার কারণেই শুভেন্দু যে দল ছেড়েছিলেন সেটা সকলেরই জানা।

Political News

এরপর বিজেপিতে এসে নিজস্ব ছন্দেই রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হয়েছেন শুভেন্দু। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। তবে লোকসভা নির্বাচনের আগে সুকান্তের সঙ্গে তাঁর দূরত্ব কিছুটা কমলেও ফলাফল প্রকাশের পর তা ফের বৃদ্ধি পেয়েছে বলেই সবাই মনে করছেন। এই আবহের মধ্যে শুভেন্দু নিজের খাসতালুক পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে ফের চড়া সুরে হিন্দুত্ববাদের বার্তা দিলেন। শুভেন্দুর সেই বক্তব্যে দলের রাজ্য নেতৃত্বের প্রতি কার্যত ‘ডোন্টকেয়ার অ্যাপ্রোচ’ রয়েছে বলে যথারীতি চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

 

আরও পড়ুন-

রাজনীতিতে বহু অঘটনের সাক্ষী বাংলা, কিন্তু মমতা-অধীরের ‘সন্ধি’ কী হবে?

সামনেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট, তাই ‘অগ্নিবীর’ নিয়ে এতটা টেনশনে বিজেপি?

পুর নিয়োগ কাণ্ড, দোষীরা শাস্তি পেলেও যোগ্যরা চাকরি ফিরে পাবেন তো?

‘রাহুলকে হিংসা করেই নাটক মমতার’, তোপ অধীরের, চেনা মেজাজেই সভাপতি

‘যে যায় লঙ্কায়’… কথাটা কতটা সত্যি বোঝাল ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের

Politics: Suvendu Adhikari emphasizes Hindutva politics for BJP’s victory in West Bengal. Despite controversies, he remains steadfast in his approach. BJP eyes Hindu votes for upcoming state elections. Discover more about this political strategy.