হিন্দুরা রাহুলকে ক্ষমা করবে না: নরেন্দ্র মোদি

আজ বিকেল: রাহুল গান্ধী, সবসময় হিন্দুদের অপমান করেন। কংগ্রেসই প্রথম হিন্দু সন্ত্রাসবাদী শব্দটির আনয়ন করেছে। এইভাবে তারা পাঁচ হাজার বছরের পুরনো হিন্দু সংস্কৃতিকে অপমান করেছে। রাহুল গান্ধী তো সারাদিন চৌকিদার বলে চেঁচিয়ে যাচ্ছেন, কই একবার হিন্দু সংখ্যাগুরু এমন কেন্দ্রে ভোট জিতে দেখান। তারপর না হয় কথা বললেন। বলাবাহুল্য, রাফাল কেলেঙ্কারি নিয়ে গত কয়েকমাস ধরেই মোদির

8c933e007f94a8a948d3b999d4817025

হিন্দুরা রাহুলকে ক্ষমা করবে না: নরেন্দ্র মোদি

আজ বিকেল:  রাহুল গান্ধী, সবসময় হিন্দুদের অপমান করেন। কংগ্রেসই প্রথম হিন্দু সন্ত্রাসবাদী শব্দটির আনয়ন করেছে। এইভাবে তারা পাঁচ হাজার বছরের পুরনো হিন্দু সংস্কৃতিকে অপমান করেছে। রাহুল গান্ধী তো সারাদিন চৌকিদার বলে চেঁচিয়ে যাচ্ছেন, কই একবার হিন্দু সংখ্যাগুরু এমন কেন্দ্রে ভোট জিতে দেখান। তারপর না হয় কথা বললেন। বলাবাহুল্য, রাফাল কেলেঙ্কারি নিয়ে গত কয়েকমাস ধরেই মোদির বিরুদ্ধে লাগাতার তোপ দেগে চলেছেন রাহুল। এদিন তারই বদলা নিলেন নরেন্দ্র মোদি।

অমেঠুর পাশাপাশি কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে এবারের লোকসভা নির্বাচন লড়ছেন রাহুল গান্ধী। এই খবর প্রকাশ্যে আসার পরই সচেতন হয়ে ওঠেন মোদি। এদিন মহারাষ্ট্রের ওয়ার্ধায় এক সমাবেশ থেকে রাহুলকে আক্রমণ করেন। মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপি জোট নিয়েও কটাক্ষ করেন মোদি। জানান, এনসিপি আর কংগ্রেস জোট আসলে কুম্ভকর্ণের মতো। যদি এই জোট মহারাষ্ট্রে ক্ষমতায় আসে তবে উন্নয়ন বাদ দিয়ে ঘুম অব্যাহত থাকবে। আর অনলিপি প্রধান শরদ পাওয়ার তো দেশের অন্যতম বড় রাজনীতিক, তিনি নিজে ভোটে দাঁড়িয়ে জিততে পারবেন না বুঝতে পেরে সরে এসেছেন। ভাইপোরা তাঁকে দল থেকে সাইড করে দিয়েছে। তাঁর পরিবারের মধ্যেই গন্ডগোল। একসময় তো তিনিনিজে প্রধানমন্ত্রী হওয়ার সব্পন্ দেখতেন। তারপর হাওয়া বুঝে সেসব ত্যাগ করে সাংসদ হয়েই জীবন কাটিয়ে দিলেন। এখন রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *