বনগাঁ অনাস্থা মামলায় নয়া মোড়, গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

কলকাতা: বনগাঁ পুরসভা ফের অনাস্থা ভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ নতুন করে অনাস্থা ভোটের নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ গত ১৬ জুলাই অনাস্থা ভোট খারিজ করে দিয়েছে আদালত৷ আগামী ১২ দিনের মধ্যে ভোট করাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ অনাস্থা ভোট করতে হবে জেলাশাসকের দপ্তরে৷ নির্দেশ বিচারপতি বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের৷ ওই ভোটে যাতে সমস্ত কাউন্সিলর হাজির থাকতে পারেন, তা

বনগাঁ অনাস্থা মামলায় নয়া মোড়, গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

কলকাতা: বনগাঁ পুরসভা ফের অনাস্থা ভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ নতুন করে অনাস্থা ভোটের নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ গত ১৬ জুলাই অনাস্থা ভোট খারিজ করে দিয়েছে আদালত৷ আগামী ১২ দিনের মধ্যে ভোট করাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ অনাস্থা ভোট করতে হবে জেলাশাসকের দপ্তরে৷ নির্দেশ বিচারপতি বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের৷ ওই ভোটে যাতে সমস্ত কাউন্সিলর হাজির থাকতে পারেন, তা নির্দিষ্ট করতে বলা হয়েছে৷ অনাস্থা ভোটে বাধা দেওয়া হলে অভিযুক্তদের বিরুদ্ধে আদালত স্বতপ্রণোদিত মামলা রুজু করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷

যদিও, গত ৮ আগস্ট দীর্ঘ টানাপোড়েনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ৪ কাউন্সিলর ফিরে যান তৃণমূলে৷ তৃণমূলে চার কাউন্সিলর ফিরে আসায় বনগাঁ পুরসভায় সংখ্যাগরিষ্ঠ পেয়েছে তৃণমূল৷ বনগাঁ পুররসভায় তৃণমূলের ‘ঘর ওয়াপসি’ জেরে স্বস্তি ফিরলেও হাইকোর্টের নির্দেশে ফের বিপাকে শাসক শিবির৷ কেননা, এবার আস্থা ভোট হবে জেলে শাসকের নজরদারিতে৷ ওই ভোটে যদি কাউন্সিলররা পাশা উল্টে দেন, সেই আশঙ্কায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর৷

মাস খানিক আগেই এই চার কাউন্সিলর তৃণমূল ছেড়ে দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা ধরেন৷ তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন তাঁরা৷ পাল্টা তৃণমূলের তরফে কাউন্সিলর অপহরণের মামলা দায়ের হয় তৃণমূল ছাড়া দুই কাউন্সিলরের বিরুদ্ধে৷ পরে হাইকোর্ট তাঁদের গ্রেপ্তারির উপর রক্ষাকবচ দিতে তৃণমূলে নাম লেখান অপহরণের মামলা থাকা কাউন্সিলর৷ গত ১৬ জুলাই বনগাঁ পুরসভার অনাস্থা ভোট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ তৃণমূল-বিজেপি উভয় পক্ষ দাবি করে পুরসভা তাঁদের৷ মামলা গড়ায় হাইকোর্টে৷ হাইকোর্টের নির্দেশে বনগাঁ পুরসভায় অনাস্থা ভোট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে আদালতের তরফে চূড়ান্ত ভর্ৎসনা করা হয়৷ পুরসভা কার? সেই মামলায় আজ গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টে৷

গত পয়লা জুন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস-সহ বনগাঁ পুরসভার ১২ জন কাউন্সিলার বিজেপিতে যোগদান করেন৷ পরে এক কাউন্সিলর তৃণমূলে যোগ দেন৷ পরে আরও ৪ কাউন্সিলর তৃতীয় বারের জন্য দল বদল করলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 10 =