খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির মামলা, হলফনামা চাইল হাইকোর্ট

কলকাতা : রাজ্যজুড়ে কাটমানি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যেই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরূদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে সব পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক৷ মামলাকারীর আইনজীবী উদয় ঝা জানিয়েছেন, সন্দীপ আগরওয়াল নামে এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর স্ত্রীর বনিবনা হচ্ছিল না দীর্ঘদিন ধরেই।

946fb50cb9586ff04382af0bdd2bdcf4

খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির মামলা, হলফনামা চাইল হাইকোর্ট

কলকাতা : রাজ্যজুড়ে কাটমানি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যেই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরূদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে সব পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক৷

মামলাকারীর আইনজীবী উদয় ঝা জানিয়েছেন, সন্দীপ আগরওয়াল নামে এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর স্ত্রীর বনিবনা হচ্ছিল না দীর্ঘদিন ধরেই। তাঁর স্ত্রীর সঙ্গে শলাপরামর্শ করেই সন্দীপ আগরওয়ালকে বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসুর দপ্তরে ডাকা হয় এবং ৩০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ করেন তাঁর আইনজীবী। সন্দীপ আগরওয়ালের অভিযোগ, এই নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে কুড়ি লক্ষ টাকার প্রমিসরি নোটে সই করিয়ে নিয়েছে।

ব্যবসায়ী সন্দীপ আগরওয়ালের আরও দাবি, ২০১৪ সালের এই ঘটনা হলেও পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্যের স্বরাষ্ট্র দফতর, প্রধানমন্ত্রীর দফতর সহ বেশ কয়েক জায়গায় অভিযোগ জানিয়েছিলেন। এরপর সন্দীপবাবু এবং আরও এক ব্যবসায়ী পঙ্কজ আগরওয়াল এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলাকারীদের আইনজীবীর দাবি, এই ঘটনার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, পুলিশ এবং জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়কের মধ্যে কথোপকথনের রেকর্ড রয়েছে তাঁদের কাছে। প্রয়োজনে সেগুলো আদালতে পেশ করতে পারেন বলেও আদালতে জানান। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত শুনানিতে বলেন, যে দুই ব্যক্তি এই মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি চার সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *