নারদকাণ্ডে সিবিআই তদন্তে বিস্মিত হাইকোর্ট, উঠল প্রশ্ন

কলকাতা: নারদকাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ হাইকোর্টের৷ তদন্ত নিয়ে বিস্মিত উচ্চ আদালত৷ চার বছর ধরে কেন মামলা চলছে? এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতি কী হয়েছে? তাও সাফ জানতে চেয়েছে আদালত৷ আজ মামালর শুনানিতে বিআইয়ের তরফে জানানো হয়, ৪ সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য অনুমতি চাওয়া হয়েছে লোকসভার অধ্যক্ষের কাছে৷ এখনও অনুমতি মেলেনি৷ ফলে, তদন্ত থেমে রয়েছে৷

নারদকাণ্ডে সিবিআই তদন্তে বিস্মিত হাইকোর্ট, উঠল প্রশ্ন

কলকাতা: নারদকাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ হাইকোর্টের৷ তদন্ত নিয়ে বিস্মিত উচ্চ আদালত৷ চার বছর ধরে কেন মামলা চলছে? এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতি কী হয়েছে? তাও সাফ জানতে চেয়েছে আদালত৷

আজ মামালর শুনানিতে বিআইয়ের তরফে জানানো হয়, ৪ সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য অনুমতি চাওয়া হয়েছে লোকসভার অধ্যক্ষের কাছে৷ এখনও অনুমতি মেলেনি৷ ফলে, তদন্ত থেমে রয়েছে৷

পাল্টা সিবিআইকে প্রশ্ন তুলেছে হাইকোর্ট৷ কী করছেন জানতে চাইছি না৷ কী ফলাফল হয়েছে সেটা বলুন৷ ৪ বছর পর অ্যাপেলের দপ্তর থেকে কেন রিপোর্ট পাওয়া গেল না? কেন আমেরিকার থেকে এখনও রিপোর্ট এল না? সিবিআইকে প্রশ্ন হাইকোর্টের৷

সিবিআইয়ে আদালতের প্রশ্ন, কী করছেন, কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার থেকেও জরুরি কী করা হয়েছে৷ কেন ৪ বছর ধরে মামলাটি পড়ে রয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে হাইকোর্টের তরফে৷ কেন মামলায় কেন কোনও অগ্রগতি নেই? সেই বিষয়ে সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হয়েছে আদালতের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *