বিধাননগর পুরসভার অনাস্থা নোটিস খারিজ হাইকোর্টের

কলকাতা: পিছিয়ে গেল বিধাননগর পুরসভার অনাস্থা৷ বৃহস্পতিবার এই অনাস্থা ভোটের কথা ছিল৷ কিন্তু, সেই অনাস্থা প্রস্তাবে পদ্ধতিগত ত্রুটি থাকায় তা বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ দু’দিনের মধ্যে ফের পদ্ধতি মেনে অনাস্থা প্রতাব আনতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ নিয়ম মেনে অনাস্থা প্রস্তাব আনা হয়নি বলে আদালতের তরফে তা খারিজ করে দেওয়া হয় আদালতের তরফে৷ আগামী

বিধাননগর পুরসভার অনাস্থা নোটিস খারিজ হাইকোর্টের

কলকাতা: পিছিয়ে গেল বিধাননগর পুরসভার অনাস্থা৷ বৃহস্পতিবার এই অনাস্থা ভোটের কথা ছিল৷ কিন্তু, সেই অনাস্থা প্রস্তাবে পদ্ধতিগত ত্রুটি থাকায় তা বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ দু’দিনের মধ্যে ফের পদ্ধতি মেনে অনাস্থা প্রতাব আনতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ নিয়ম মেনে অনাস্থা প্রস্তাব আনা হয়নি বলে আদালতের তরফে তা খারিজ করে দেওয়া হয় আদালতের তরফে৷

আগামী ২ দিনের মধ্যে ফের অনাস্থা নোটিস দেওয়ার নির্দেশ আদালতের৷ নিয়ম মেনে দেওয়া হয়নি অনাস্থা প্রস্তাবের নোটিস৷ অনাস্থা নোটিস দেওয়ার এক্তিয়ার নেই কমিশনারের৷ তলবি সভা শুধু ডাকতে পারেন চেয়ারপার্সন৷ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের৷

দলবিরোধী কাজের অভিযোগে গত সপ্তাহেই বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূলের ৩৫ জন কাউন্সিলর৷ সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা পত্রে সই করেন তাঁরা৷ আগামী ১৮ জুলাই বিধাননগর পুরসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল৷

এর আগেই অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিধাননগরের মেয়র তথা রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী৷ ৮৯ পৃষ্ঠার আবেদনে সব্যসাচী দাবি করেন, তাঁকে পদচ্যুত করতে ভয় দেখিয়ে কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাবে সই করানো হয়েছে৷ পুর কমিশনারের বিশেষ বৈঠক ডাকার নোটিসের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মেয়র সব্যসাচী৷ ওই নোটিসে কমিশনারের সই জাল করা হয়েছে বলেও অভিযোগ তাঁর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *