কলকাতা: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দলের রাশ টানতে এক সপ্তাহের ব্যবধানে দু’দুবার কোর কমিটির বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার দলের বিধায়কদের বার্তা দিতে নবান্নে তলব করলেন মমতা৷ তৃণমূলের সমস্ত বিধায়ক ও মন্ত্রীদের নবান্নের সভাগৃহ জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে৷ আগামী ৩ জুন এই বৈঠকে ডাকা হয়েছে৷
কিন্তু, কী কারণে এই বৈঠক? জানা গিয়েছে, গত দেড় মাস ধরে লোকসভা ভোটের জেরে কোথায়, কোথায় উন্নয়ন ব্যবহত হয়েছে? কোথায় কী খামতি রয়েছে? সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে কোনও সমস্যা হচ্ছে কি না, তা জানতে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ তবে, এই বৈঠকের পিছনেও বেশ কিছু রাজনৈতিক কারণও দেখছেন পর্যবেক্ষক মহল৷ অনেকেই মনে করছেন, যে হারে তৃণমূল ছেড়ে বিজেপি নাম লেখানোর হিড়িক তৈরি হয়েছে, তাতে ভোটের পর পর বিধায়কদের ডেকে বিশেষ কোনও বার্তা দিতে পারেন মমতা৷
৩ জুন বিধায়কদের বৈঠক চূড়ান্ত হলেও আগামী ৭ জুন প্রশাসনিক বৈঠকের দিন পরিবর্তন করা হয়েছে৷ ৭ জুনের বৈঠক ১০ জুন হতে পারে৷ জানা গিয়েছে, বিধায়ক ও প্রশাসনিক বৈঠক শেষ করে জেলা সফরে যেতে পারেন মমতা৷