কলকাতা: লাগা নীলের দেওয়াল ভেদ করে ফুটে উঠছে নারীর চোখ৷ অর্ধেক নারী মুখ৷ দুটি চোখ দিয়ে ঠিকড়ে বেরচ্ছে তেজোদীপ্ত৷ আর তৃতীয় নয়নের কাছে একটি নীল টিপ৷ তাতে লেখা, ‘দুষ্টের দমনে শিষ্টের পালনে তিনি আসছেন…’
তৃণমূলের অফিসিয়াল পেজে প্রথম পোস্ট হয় এই পোস্টার। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে গোটা পোস্টটি৷ সবার মুখে একটাই প্রশ্ন, কারা আসছে? আজ রবিবার সন্ধ্যা ছ’টায় এই বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে৷ তারপরই জানা যাবে এই পোস্টারের আসল রহস্য৷ আর এখন চড়ছে পারদ, বাড়ছে জল্পনা৷
দুষ্টের দমনে, শিষ্টের পালনে তিনি আসছেন
রবিবার । ২৮শে এপ্রিল, ২০১৯ । সন্ধ্যা ৬টা
আর মাত্র ১ দিন। নজর রাখুন
She is coming…
To protect her people and slay the evil
This Sunday | April 28 | 6 PM
One day to go… Keep watching this space… pic.twitter.com/5YVMesxWdM
— All India Trinamool Congress (@AITCofficial) April 27, 2019
কিন্তু, ভোটের বাজারে দুষ্টের দমনে শীষ্টের পালনে কে আসছে? মুখে কুলুপ এটেছেন তৃণমূলের নেতারা। হাজার জোরাজুরি করলে তাঁরা জানাচ্ছেন, অপেক্ষা করুন। তারপরই সব পরিষ্কার হবে৷ তবে ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূলের এই পোস্টার আসলে নারীশক্তির জয়গান। এই দলের নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসাবেও উঠে আসছে তাঁর নাম। তাই মহিলাদের সুবিধা-অসুবিধা, ভালো-মন্দ মমতা সবচেয়ে ভালো বোঝেন তিনি। রাজনীতিতে আরও বেশী করে মহিলাদের আনতে লোকসভা ভোটে তৃণমূলে ৪১ শতাংশ সিটে মহিলাদের প্রার্থী করেছেন তিনি। বাংলার মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্যও এনেছেন ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’-র মতো একাধিক প্রকল্প। তাই এই পোস্টারও সেই নারী শক্তিরই জয়গান গাইবে বলে মনে করছেন তাঁরা। ইতিমধ্যেই প্রথমবারের ভোটারদের উৎসাহ দিতে ‘প্রথম ভোট বাংলার পক্ষে না বিপক্ষে’ লঞ্চ করা হয়েছে। এবার ‘রহস্যময়’ পোস্টারে করা হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন৷