উনি মুখ্যমন্ত্রী থেকে চা-ওয়ালি হচ্ছেন: সায়ন্তন বসু

বড়জোড়া: দীঘা শফরে সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর জনসংযোগ ও চায়ের দোকানে ঢুকে চা বানানোর ঘটনাকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু৷ বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়া সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীরকে ‘চা-ওয়ালি’ বলেও কটাক্ষ করেন তিনি৷ বলেন, ‘‘পুলিশ আমাদের কথা রেকর্ড করে৷ কী বলমা, কি না বললাম৷ আমি দিঘায় ছিলাম৷ দিঘাতে অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী৷ আমি প্রেস

উনি মুখ্যমন্ত্রী থেকে চা-ওয়ালি হচ্ছেন: সায়ন্তন বসু

বড়জোড়া: দীঘা শফরে সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর জনসংযোগ ও চায়ের দোকানে ঢুকে চা বানানোর ঘটনাকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু৷ বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়া সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীরকে ‘চা-ওয়ালি’ বলেও কটাক্ষ করেন তিনি৷

বলেন, ‘‘পুলিশ আমাদের কথা রেকর্ড করে৷ কী বলমা, কি না বললাম৷ আমি দিঘায় ছিলাম৷ দিঘাতে অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী৷ আমি প্রেস কেউ বলিনি, পুলিশকেও বলিনি৷ রাস্তায় লোকে দেখে ফেলেছে৷ আর যেই না দেখে ফেলেছে, ছোট-বড়-মেজ-সেজ যত পুলিশ অফিসার সবাই আমার জেলা সভাপতি, মণ্ডল সভাপতি সবাইকে ফোন করছে৷ আর ফোন করে বলছে, দিদিমনির সঙ্গে সায়ন্তনের কোনও ব্যাপার স্যাপার আছে নাকি৷ মানে দিদিমণি সামনে বিক্ষোভ দেখাতে আসবে নাকি? আর দিদিমণি দেখলাম চা খাওয়াচ্ছিলেন৷ আমি ভাবলাম আমাদের যদি চা-টা একটু খাওয়ান৷ মোদিজি চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন৷ আর তিনি মুখ্যমন্ত্রী থেকে চা-ওয়ালি হবে৷ তাতে আর পার্থক্য কী আছে৷ আর তৃণমূল কংগ্রেসের নেতারা আপনারা জেনে রেখে দিন, আপনাদের চা বানানোর জন্য একটা স্টোভ, আরেকটি রান্নাঘর নবান্নে পাঠিয়ে দেব৷ ওখানে বসে আপনারা চা বানান৷ আর ওখানে চা বানিয়ে আপনারা নিজেদের মধ্যে বিলিবন্টন করুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =