শুধু ঠাকুরবাড়ি থেকেই ৭ জন হয়েছেন মন্ত্রী-সাংসদ-বিধায়ক! কিন্তু উপকৃত হচ্ছে মতুয়া সমাজ?

Matua community এ যেন অ্যাকশন রিপ্লের আবার অ্যাকশন রিপ্লে! অন্তত উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ঠাকুরবাড়ি নিয়ে একথা বলাই যায়। পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনের ভিত্তিতে একের পর…

Matua community

Matua community

এ যেন অ্যাকশন রিপ্লের আবার অ্যাকশন রিপ্লে! অন্তত উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ঠাকুরবাড়ি নিয়ে একথা বলাই যায়। পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনের ভিত্তিতে একের পর এক জনপ্রতিনিধি ‘উপহার’ দিয়েছে এই ঠাকুরবাড়ি। গোটা মতুয়া সমাজের কাছে ঠাকুরবাড়ি অন্যতম প্রধান পুণ্যভূমি হিসেবে পরিচিত। সেই তালিকায় সর্বশেষ সংযোজন মধুপর্ণা ঠাকুর। যিনি কিছুদিন আগেই বাগদা বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। (Matua community)

Matua community benefited from Thakurbari representatives?

একটু স্মৃতির পর্দা রি-ওয়াইন্ড করা যাক। ১৯৬২ সালের বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার হাঁসখালি থেকে কংগ্রেসের টিকিটে ভোটে জিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় ট্রাইবাল ওয়েলফেয়ার দফতরের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর। যিনি বেশি পরিচিত ছিলেন পি আর ঠাকুর নামে। এরপর ১৯৬৭ সালের লোকসভা নির্বাচনে তৎকালীন নবদ্বীপ লোকসভা কেন্দ্র থেকে বাংলা কংগ্রেসের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রমথরঞ্জন ঠাকুর। ব্যারিস্টার প্রমথ রঞ্জন সুবক্তা হিসেবে অত্যন্ত পরিচিত ছিলেন।

Matua socio-economic progress

সেই শুরু, পরবর্তীকালে বনগাঁর ঠাকুরবাড়ি থেকে একের পর এক ব্যক্তি রাজনৈতিক জীবনে প্রবেশ করে ভোটে জিতে বিধায়ক, সাংসদ তথা মন্ত্রী হয়েছেন। আর লক্ষ লক্ষ মতুয়া ভোটার উজাড় করে বিভিন্ন সময়ে ভোটবাক্সে সমর্থন জানিয়েছেন তাঁদের। কখনও তৃণমূল, কখনও বিজেপির টিকিটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঠাকুরবাড়ির লোকজন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঠাকুরবাড়ির কপিলকৃষ্ণ ঠাকুর বনগাঁ কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলের টিকিটে। এরপর বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন ঠাকুরবাড়ির অন্যতম প্রতিনিধি মমতাবালা ঠাকুর।

Matua vote bank

বর্তমানে তিনি তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে রয়েছেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর তৃণমূলের টিকিটে গাইঘাটা কেন্দ্র থেকে জিতে উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গাইঘাটা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন সুব্রত ঠাকুর। ২০১৯ ও ২০২৪ পরপর দুটি লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে জিতে সাংসদ তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন ঠাকুরবাড়ির অন্যতম প্রধান সদস্য শান্তনু ঠাকুর। আর সদ্য বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন ঠাকুর পরিবারের সদস্যা তথা সাংসদ মমতাবালা ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুর।

Matua development

অর্থাৎ মতুয়াদের ভোটের দ্বারাই ঠাকুর পরিবারের এতজন সদস্য বিভিন্ন সময়ে নির্বাচনী লড়াইয়ে জিতে জনপ্রতিনিধি বা মন্ত্রী হয়েছেন। তৃণমূল ও বিজেপির টিকিটে ঠাকুরবাড়ি থেকে যাঁরাই জিতেছে তাঁরা প্রত্যেকেই একে অপরের ঘনিষ্ঠ আত্মীয়। সবমিলিয়ে বনগাঁ, বাগদা বা গাইঘাটার ভোট বছরের পর বছর ধরে ‘নিয়ন্ত্রণ’ করে এসেছেন এই ঠাকুরবাড়ির সদস্যরাই। কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন একটাই, ঠাকুরবাড়ির এত জন জনপ্রতিনিধির কাছ থেকে মতুয়ারা কতটা উপকৃত হয়েছে? তাঁদের আর্থ সামাজিক পরিস্থিতির কি অনেক উন্নতি হয়েছে? নাকি তাঁরা যেখানে ছিলেন সেই তিমিরেই রয়েছেন?

Thakurbari influence

তৃণমূল সরকার মতুয়া সম্প্রদায়ের উন্নতির জন্য আলাদা বোর্ড পর্যন্ত গঠন করেছে। কিন্তু তার মাধ্যমে কতটা কাজ হয়েছে, যে সমস্ত কাজের কথা বলা হয়েছে তা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়েছে কিনা, তা কিন্তু স্পষ্ট নয়। রাজ্য বা কেন্দ্রীয় সরকার উভয়েই মতুয়াদের জন্য নিঃস্বার্থভাবে কতটা কাজ করেছে সেটা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। যেমন ধরা যাক কেন্দ্রীয় সরকারের কথা। তারা বলেছিল সিএএ-র মাধ্যমে মতুয়াদের নিঃশর্তে নাগরিকত্ব প্রদান করা হবে। কিন্তু সেই আইন কার্যকর হওয়ার পর এমন বহু নথিপত্র চাওয়া হচ্ছে যা অনেকেই জমা দিতে পারছেন না বলে শোনা যাচ্ছে। তাহলে কোথায় নিঃশর্তে নাগরিকত্ব দেওয়া হচ্ছে?

Bengal politics

এছাড়া বনগাঁ, বাগদা ও গাইঘাটা জুড়ে দীর্ঘদিন মতুয়া সমাজের প্রতিনিধিরা বিধায়ক, মন্ত্রী বা সাংসদ হিসেবে থাকলেও এই জায়গাগুলির উন্নয়ন কি কাঙ্খিত মাত্রায় পৌঁছেছে? নাকি শুধুই ভোটে জেতার তাগিদে মতুয়াদের নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি ও তৃণমূলের তরফ থেকে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

Matua political representatives

এর পাশাপাশি এমন প্রশ্নও উঠছে যে, তবে কি আগামী দিনে ঠাকুরবাড়ির বাইরে কাউকে দাঁড় না করালে তৃণমূল বা বিজেপি ভোটে জিতবে না? সবমিলিয়ে মতুয়া সমাজকে শুধুই ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে দেখা হয় কিনা সেই চর্চা কিন্তু চলতেই থাকবে।

আরও পড়ুন-

‘পরিবর্তন হবে হিন্দুত্ববাদেই’, ফের নিজের সিদ্ধান্তে অনড় শুভেন্দু!

রাজনীতিতে বহু অঘটনের সাক্ষী বাংলা, কিন্তু মমতা-অধীরের ‘সন্ধি’ কী কোনও দিন হবে?

সামনেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট, তাই ‘অগ্নিবীর’ নিয়ে এতটা টেনশনে বিজেপি?

পুর নিয়োগ কাণ্ড, দোষীরা শাস্তি পেলেও যোগ্যরা চাকরি ফিরে পাবেন তো?

‘রাহুলকে হিংসা করেই নাটক মমতার’, তোপ অধীরের, চেনা মেজাজেই সভাপতি

‘যে যায় লঙ্কায়’… কথাটা কতটা সত্যি বোঝাল ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের

 

Politics: Explore whether the Matua community has truly benefited from Thakurbari representatives in Bengal politics. Delve into their socio-economic progress, the promises made, and the reality of political gains from both TMC and BJP over the years.