হরিয়ানায় কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বই ভরসা বিজেপির, নাহলে পদ্ম শিবিরের বিদায় কার্যত নিশ্চিত

Haryana election analysis ১ অক্টোবর হরিয়ানায় এক দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানায় গত দশ বছর ধরে বিজেপি সরকার রয়েছে। কিন্তু এবার…

Haryana election analysis

Haryana election analysis

১ অক্টোবর হরিয়ানায় এক দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানায় গত দশ বছর ধরে বিজেপি সরকার রয়েছে। কিন্তু এবার বিজেপির কাছে লড়াইটা বেশ কঠিন। গতবার বিজেপি লোকসভা নির্বাচনে হরিয়ানার দশটি আসনেই জয়লাভ করলেও এবার কংগ্রেস পাঁচটি আসন ছিনিয়ে নিয়েছে তাদের কাছ থেকে। যা চিন্তায় ফেলে দিয়েছে গেরুয়া শিবিরকে। (Haryana election analysis)

Haryana Congress infighting benefits BJP in 2024 assembly election

এই পরিস্থিতিতে হরিয়ানায় যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে বিজেপি অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করে। তবে বিজেপির ভরসা কংগ্রেসের মধ্যে থাকা তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। যদি কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে না পারে তাহলে বিজেপি ক্ষমতা ধরে রাখলেও রাখতে পারে। আর যদি এই লোকসভা নির্বাচনের মতো কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাহলে হরিয়ানায় বিজেপির পতন যে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে, এটা এখনই বলে দেওয়া যায়। তাই এটা স্পষ্ট কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বই হরিয়ানায় ভরসা বিজেপির।

Haryana Congress factional disputes

বর্তমানে হরিয়ানায় বিরোধী দলনেতা তথা প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং হুডা ও তাঁর পুত্র সাংসদ দীপেন্দ্র সিং হুডার সঙ্গে প্রাক্তন সভানেত্রী তথা বর্তমান সাংসদ কুমারী শৈলজার মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক। ভূপেন্দ্র-দীপেন্দ্রর সঙ্গে রয়েছেন হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান। অন্যদিকে তৃতীয় গোষ্ঠী হিসেবে রয়েছেন হরিয়ানা কংগ্রেসের হেভিওয়েট নেতা রণদীপ সুরজেওয়ালা।

BJP’s advantage in Haryana

তিনি কংগ্রেস হাইকমান্ডের কাছের লোক বলেই পরিচিত। হরিয়ানার রাজনৈতিক প্রেক্ষাপট বলছে বহুদিন ধরেই ভূপেন্দ্র-দীপেন্দ্র-উদয় গোষ্ঠীর সঙ্গে চরম বিবাদ রয়েছে সুরজেওয়ালা ও কুমারী শৈলজার গোষ্ঠীর। বেশ কিছুদিন ধরে এই তিনটি শিবির পৃথকভাবে রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছে হরিয়ানা জুড়ে। আর তাতেই স্বস্তি দেখছে বিজেপি। যদিও রাহুল গান্ধী এই তিন গোষ্ঠীকে এক বিন্দুতে নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। সেই কাজে যদি তিনি সফল হন তাহলে কিন্তু হরিয়ানায় বিজেপির বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে বলাই যায়।

Haryana politics

চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে হরিয়ানায় কংগ্রেস ৪২, আম আদমি পার্টি ৪ ও বিজেপি ৪০টি আসনে এগিয়ে রয়েছে। যদিও এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আম আদমি পার্টি আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে গত পাঁচ বছর একসঙ্গে সরকার চালানোর পর এই বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে দুষ্মন্ত চৌতালার জননায়ক জনতা পার্টি। অন্যদিকে আইএনএলডি’র সঙ্গে বিএসপি জোট বেঁধে হরিয়ানায় লড়তে পারে বলে খবর। তবে নিশ্চিতভাবে মূল লড়াই হতে চলেছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। নতুন করে কৃষকরা নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

Haryana Congress infighting

হরিয়ানায় উল্লেখযোগ্য হারে জাঠ ভোট রয়েছে। যে ভোটের উপর বিজেপির একতরফা দখল ছিল তা এই লোকসভা নির্বাচনে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কংগ্রেস বড় থাবা বসিয়েছে জাঠ ভোটের উপর। সেই সূত্রে লোকসভা নির্বাচনে হরিয়ানায় ভোটপ্রাপ্তির নিরিখে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে কংগ্রেস যদি গোষ্ঠীদ্বন্দ্ব দূর করতে পারে তাহলে হরিয়ানায় পালাবদল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন সেই চেষ্টাই করছে কংগ্রেস হাইকমান্ড।

আরও পড়ুন-

সিবিআই: একাধিক তদন্ত নিয়ে রাজ্যের রিপোর্ট কার্ড কী বলছে?

বাংলায় কিছু ঘটলেই অন্য রাজ্যের প্রসঙ্গ টানা, এই প্রবণতা বন্ধ হবে না?

সত্যিই ‘সেটিং’! এত বড় ঘটনার পরেও ‘চুপ’ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব?

 

PoliticsHaryana BJP faces a tough election in 2024, but Congress’s internal infighting may help them retain power. Can Congress overcome factional disputes or will BJP benefit from the division? A detailed analysis of Haryana’s political scenario.