সারদার সম্পত্তিতে হরির লুট, আদালতে ক্ষোভ সুদীপ্তর

কলকাতা: বেহাত হয়ে যাচ্ছে সারদার সম্পত্তি৷ চলছে হরির লুট৷ আদালতের কাছে লিখিত অভিযোগ সুদীপ্ত সেনের৷ সারদাকর্তার অভিযোগ, বিভিন্ন ব্যক্তি জোর করে সারদার সম্পত্তি দখল করে নিচ্ছে৷ প্রশাসন বস জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ তাঁর দাবি, এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সারদাকর্তার অভিযোগের ভিত্তিতে নগর দায়রা আদালত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে৷ কোটি কোটি

916343db8c6f16e4868ac6365569939c

সারদার সম্পত্তিতে হরির লুট, আদালতে ক্ষোভ সুদীপ্তর

কলকাতা: বেহাত হয়ে যাচ্ছে সারদার সম্পত্তি৷ চলছে হরির লুট৷ আদালতের কাছে লিখিত অভিযোগ সুদীপ্ত সেনের৷ সারদাকর্তার অভিযোগ, বিভিন্ন ব্যক্তি জোর করে সারদার সম্পত্তি দখল করে নিচ্ছে৷ প্রশাসন বস জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ তাঁর দাবি, এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সারদাকর্তার অভিযোগের ভিত্তিতে নগর দায়রা আদালত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে৷

কোটি কোটি টাকার মালিক সারদাকর্তা এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি৷ সুপ্রিম কোর্টের নির্দেশে সারদার তদন্ত করছে সিবিআই ও ইডি৷ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে সারদাকর্তার বিরুদ্ধে৷  ইতিমধ্যেই সারদার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কিন্তু, তার পরও কীভাবে সারদার সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুদীপ্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *