বারাকপুর: হালিশহর পুরসভায় অনাস্থা ভোটে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ ২৩ তারিখ পর্যন্ত স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের৷ কিন্তু, কলকাতা হাইকোর্টের নির্দেশ জারি হওয়ার মুহূর্তে অস্থা ভোট করিয়ে জয়ী তৃণমূল৷ হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায় জানান, আজ নির্ধারিত সময় মেনে আস্তা ভোট দেওয়া হয়৷ তাতে ধ্বনি ভোটে জয় পাওয়া গিয়েছে৷ কিন্তু, কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের বিষয়ে তিনি কোনও নির্দেশ পাননি৷ জানান, ২৩ জন কাউন্সিলালের মধ্যে ১৩ জন আস্থা ভোট দিয়েছে৷
সম্প্রতি হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা এনেছেন ৮ জন কাউন্সিলর৷ আজ, বিকালে আস্থা ভোটের ডাক দিয়েছেন চেয়ারম্যান৷ কিন্তু বিরোধীদের অভিযোগ, আস্থা ভোটের যে নোটিস জারি করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ৷ বিক্ষুব্ধ কাউন্সিলরা আদালতে যান৷ মামলার শুনানিতে হাইকোর্টে অনাস্থা ভোটের উপর স্থগিতাদেশ দেয়৷
২৩ আসনের হালিশহর পুরসভারও ১৮ জন তৃণমূল কাউন্সিলর চলে যায় পদ্মশিবিরে৷ ক্ষমতার ভরকেন্দ্র চলে যায় বিজেপির দিকে৷ পরে রাতারাতি ঘটে যায় বড়সড় পরিবর্তন৷ শাসকদলে ফেরেন হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়-সহ ৮ কাউন্সিলর৷ এর পরই অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা আনেন ৮ কাউন্সিলর৷ সেই প্রস্তাব মেনে আজই আস্থা ভোট করা হয়৷ সেখানে ১৩ জন কাউন্সিলর পুরবোর্ডের উপর অাস্থা প্রকাশ করে৷ পরে, আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনাস্থার নোটিস আনা যায় না৷ এই প্রক্রিয়াটি বেআইনি৷ পরে, ২৩ তারিখ পর্যন্ত আস্থা ভোটের উপর স্থগিতাদেশ দেওয়া হয়৷