গুজরাত দাঙ্গায় গণধর্ষিতা পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূর্ণের নির্দেশ

নয়াদিল্লি: গণধর্ষণের শিকার বিলকিস বানোকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলল গুজরাত হাইকোর্ট। সেইসঙ্গে তাঁকে সরকারি চাকরি ও সরকারি আইনমতো বাড়ির ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে তারা। 2002 Gujarat riots case: Supreme Court today directed the Gujarat government to pay a compensation of Rs 50 lakh to gangarape survivour Bilkis Bano. Supreme Court also directed the

গুজরাত দাঙ্গায় গণধর্ষিতা পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূর্ণের নির্দেশ

নয়াদিল্লি: গণধর্ষণের শিকার বিলকিস বানোকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলল গুজরাত হাইকোর্ট। সেইসঙ্গে তাঁকে সরকারি চাকরি ও সরকারি আইনমতো বাড়ির ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে তারা।

সুপ্রিম কোর্ট দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে দুসপ্তাহের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। দোষীদের মধ্যে এক আইপিএস অফিসারও আছে। ২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় গণধর্ষণে বোম্বাই হাইকোর্ট তাদের দোষী সাব্যস্ত করেছিল। গুজরাতের দাহোদে রাধিকাপুর গ্রামে ১৯ বছরের গর্ভবতী বিলকিসকে দাঙ্গার সময়ই ধর্ষণ করা হয়েছিল। ২০০৮ সালে ১১ জন অভিযুক্তকে যাহজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এদের তিনজন গণধর্ষণে জড়িত। সুপ্রিম কোর্ট এই মামলা সিবিআইয়ের হাতে দিয়ে গুজরাত থেকে সরিয়ে মহারাষ্ট্রে পাঠিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *