বিশ্ববাংলা শারদ সম্মানের পাল্টা পুরস্কার ঘোষণা গেরুয়া শিবিরের

কলকাতা: ঢালাও পুরস্কার ঘোষণা করে এবার বাংলার দুর্গা পুজোর রাস নিজেদের দখলে আনার মরিয়া চেষ্টা শুরু করল বঙ্গ বিজেপি৷ রাজ্য সরকারের শারদ সম্মানের পাল্টা হিসেবে এবার শ্যামাপ্রসাদ মুখার্জী সম্মান প্রদানের তোড়জোড় ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা৷ সদ্য বিজেপিতে যোগ দেওয়া টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কলকাতা প্লাস প্রেসক্লাবে একটি অনুষ্ঠান থেকে পুজো কমিটিগুলিকে সম্মান দেওয়ার ঘোষণা করা

বিশ্ববাংলা শারদ সম্মানের পাল্টা পুরস্কার ঘোষণা গেরুয়া শিবিরের

কলকাতা: ঢালাও পুরস্কার ঘোষণা করে এবার বাংলার দুর্গা পুজোর রাস নিজেদের দখলে আনার মরিয়া চেষ্টা শুরু করল বঙ্গ বিজেপি৷ রাজ্য সরকারের শারদ সম্মানের পাল্টা হিসেবে এবার শ্যামাপ্রসাদ মুখার্জী সম্মান প্রদানের তোড়জোড় ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা৷

সদ্য বিজেপিতে যোগ দেওয়া টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কলকাতা প্লাস প্রেসক্লাবে একটি অনুষ্ঠান থেকে পুজো কমিটিগুলিকে সম্মান দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ কলকাতার মোট ২২টি পুজো কমিটিকে এই সম্মান দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ তবে এই সম্মানের পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে জানানো হলেও ‘বঙ্গ প্রয়াস সংগঠন’টি বিজেপি প্রভাবিত বলেই জানা গিয়েছে৷

বঙ্গ প্রয়াস নামের ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, পুজো কমিটিগুলিকে সপ্তমীর দিন পুরস্কার তুলে দেওয়া হবে৷ ১০টি বারোয়ারি পুজো ও ১২টি আবাসনের পুজোকে সম্মান জানানো হবে৷ প্রথম দিন শ্যামাপ্রসাদ মুখার্জী সম্মান প্রদানের পাশাপাশি তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীতে বারোয়ারি পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে৷ একইসঙ্গে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক টিম পুজোর ছাড়াও শ্রেষ্ঠ পুজো কমিটিকেও পুরস্কৃত করা হবে৷ আগামী দিনে কলকাতাতেও কলকাতার পাশাপাশি জেলা ভিত্তিক এই সম্মান প্রদান করা হবে বলেও জানানো হয়েছে সংগঠনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *