সাংবিধানিক পদমর্যাদার অপব্যবহার করেছেন রাজ্যপাল: কমিশন

রাজস্থান : সমস্যা জটিল হচ্ছে রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংয়ের। রাজ্যপাল হওয়া সত্ত্বেও প্রকাশ্যে নিজেরে বিজেপির লোক এবং নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করার ডাক দিয়েছিলেন তিনি। এতে তাঁর সাংবিধানিক পদমর্যাদাকে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বক্তব্য, কল্যাণ তার সাংবিধানিক পদমর্যাদার অপব্যবহার করেছেন। কমিশন সেই ফাইল পাঠায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। রাষ্ট্রপতি সেই ফাইল

সাংবিধানিক পদমর্যাদার অপব্যবহার করেছেন রাজ্যপাল: কমিশন

রাজস্থান : সমস্যা জটিল হচ্ছে রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংয়ের। রাজ্যপাল হওয়া সত্ত্বেও প্রকাশ্যে নিজেরে বিজেপির লোক এবং নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করার ডাক দিয়েছিলেন তিনি। এতে তাঁর সাংবিধানিক পদমর্যাদাকে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

নির্বাচন কমিশনের বক্তব্য, কল্যাণ তার সাংবিধানিক পদমর্যাদার অপব্যবহার করেছেন। কমিশন সেই ফাইল পাঠায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। রাষ্ট্রপতি সেই ফাইল পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। নির্দেশ দিয়েছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। লোকসভা ভোটের আগে এটা রাষ্ট্রপতির কাছেও তাঁর নিরপেক্ষতা প্রমাণের বড় সুযোগ হতে পারে। কোনও রাজ্যপালের বিরুদ্ধে এধরনের ব্যবস্থা নেওয়া এই প্রথম। তবে নির্বাচনী প্রক্রিয়া চলার সময় কোনও রাজ্যপালকে অপসারিত করা যেতে পারে কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে প্রধানমন্ত্রীকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =