বর্ধমান ও কালনা: লোকসভা নির্বাচনের সবে তৃতীয় পর্যায়ের ভোট হয়েছে। ফল প্রকাশে এখনও অন্তত এক মাস বাকি। এরই মধ্যে নভেম্বরে বিজেপি রাজ্যে সরকার গঠন করবে বলে দাবি করে ফেললেন মুকুল রায়। কিন্তু মুকুলের এই দাবি বাস্তবে কতটা রূপ পাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী পরেশচন্দ্র দাসের সমর্থনে জামালপুর থানার পিছনের মাঠে জনসভা করেন মুকুল। সেখানে বলেন, ‘আগামী নভেম্বর মাসের মধ্যেই বাংলায় আমরা সরকার গড়ব। এ কথা শুনে অবাক হচ্ছেন তো? লোকসভা নির্বাচনে মানুষের যে স্রোত রয়েছে তাতে কতগুলো আসন পাব তার কোনও ঠিকঠিকানা নেই।’
মুকুল দাবি করেন, তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন অন্তত ১৩০ জন বিধায়ক। তাই ম্যাজিক দেখার জন্য দলীয় কর্মীদের অপেক্ষার কথা বলেন। এর পরেই তৃণমূল নেত্রীকে আক্রমণ করে বলেন, ‘কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সার্কাস করেছেন, জানেন তো? ব্রিগেডের সেই সার্কাসের শো-তে কে কে এসেছিলেন জানেন? যাঁদের নিজেদেরই পায়ের তলার মাটি নেই তাঁরা দেশ গড়বেন। বাংলার গণতন্ত্র শেষ করে এখন দেশের গণতন্ত্র রক্ষার কথা বলছেন।’