Aajbikel

শুধু ধর্মীয় ইস্যুর ভিত্তিতেই সরকারের গঠন বা তার পতন হবে? মহারাষ্ট্র ইভেন্ট সেটাই স্পষ্ট করল!

 | 
মহারাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি:  একটা সরকার শুধু চলতে পারে ধর্মীয় অ্যাজেন্ডাকে সামনে রেখে? অন্তত মহারাষ্ট্র সরকারের পরিণতি দেখে তেমনটাই মনে হচ্ছে। উল্লেখ্য বিক্ষুব্ধ শিবসেনা নেতা একনাথ শিন্ডে ও তাঁর অনুগামী বিধায়কদের প্রধান দাবি ছিল অবিলম্বে সরকারকে প্রবল হিন্দুত্ববাদের রাস্তায় হাঁটতে হবে। সেই সূত্রে কংগ্রেস এবং এনসিপি সঙ্গ ত্যাগ করতে হবে। আসলে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শিবসেনাকে জোট করতে হয়েছে সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা দুটি দল কংগ্রেস এবং এনসিপি'র সঙ্গে। রাতারাতি শিবসেনা ধর্মনিরপেক্ষ দল হওয়ার চেষ্টা করেছিল।

কিন্তু তাদের অতীত ইতিহাস বলছে হিন্দুত্ববাদই তাদের সবচেয়ে বড় পরিচয়। কিন্তু কংগ্রেস এবং এনসিপির হাত ছাড়া কঠিন ছিল শিবসেনার কাছে। তাই প্রত্যাশিতভাবে সরকার পড়ে গেল আড়াই বছরের মধ্যে। আর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টা আগেও নিজের হিন্দুত্ববাদী ভাবমূর্তি তুলে ধরার মরিয়া চেষ্টা করেছেন উদ্ধব ঠাকরে। বুধবার বিকেলে দীর্ঘদিনের দাবি মেনে ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে শম্ভাজির নামে ঔরঙ্গাবাদের নামকরণের সিদ্ধান্ত নিলেন তিনি। সেই সূত্রে ঔরঙ্গাবাদের নাম বদলে হল শম্ভাজি নগর। এর পাশাপাশি এদিন মন্ত্রিসভায় ওসমানাবাদ শহরের নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলের নাম দেওয়া হয়েছে দারাশিব। রাজনৈতিক মহল মনে করছে নিজের হিন্দুত্ববাদী ভাবমূর্তি নতুন করে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। যদিও নামবদলের সিদ্ধান্তে একমত হননি এনসিপি ও কংগ্রেস বিধায়করা।

মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের আগে এটাই উদ্ধব মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল। এর আগে একনাথ শিন্ডে যখন উদ্ধবের হিন্দুত্ববাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তখনও দেখা গিয়েছে নিজের ভাবমূর্তি ধরে রাখতে মরিয়া চেষ্টা করছেন বালাসাহেব- পুত্র। সেই সময় নিজের হিন্দুত্ববাদী ভাবমূর্তি বজায় রাখতে মরিয়া হয়ে উদ্ধবকে বলতে শোনা গিয়েছিল, "হিন্দুত্বই শিবসেনার পরিচয় এবং আদর্শ।। কিছু লোক শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলছে দেখে অবাক লাগছে। আমার দলের একজন নেতা অসমে গিয়ে বলছেন আমরা নাকি হিন্দুত্ব ভুলে গিয়েছি। কিন্তু আপনারা মনে রাখবেন শিবসেনা আর হিন্দুত্ব একই মুদ্রার দুটি পিঠ। বালাসাহেব ঠাকরের আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা।" অর্থাৎ এটা স্পষ্ট হিন্দুত্ববাদ ইস্যুতেই মহারাষ্ট্র সরকারের এই পরিণতি হয়েছে। তবে কি এই ধারার রাজনীতি চলতে থাকবে দেশজুড়ে? ধর্মীয় ইস্যু কাজে লাগিয়ে একটি সরকার পড়বে আর অন্য একটি সরকার তৈরি হবে? অন্তত মহারাষ্ট্র নাটক সেটাই স্পষ্ট করল। 

হিন্দুত্ববাদ পার করেগা, এটাই যদি মহারাষ্ট্র তথা একাধিক রাজ্যে সরকার পক্ষের অন্যতম অ্যাজেন্ডা হয়ে ওঠে, তাহলে সেই নীতি নিয়ে প্রশ্ন থাকবেই। অথচ মহারাষ্ট্রে এবার সেটাই হতে চলেছে। বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের নিয়ে বিজেপি সরকার গঠন করে এবার উগ্র হিন্দুত্ববাদের রাস্তায় হাঁটবে, সেই বাতাবরণ অত্যন্ত স্পষ্ট। এই পরিস্থিতিতে মহা নাটকের পর মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন কি বাঁক দেখা যায় সেটাই দেখার।

Around The Web

Trending News

You May like