পাহাড়ে উঠছে গোর্খাল্যান্ডের দাবি, সমর্থন করছে বিজেপি?

কলকাতা: ধিক ধিক জ্বলছিল আগুন৷ এবার, সেই আগুনে ঢু ঢালল কাশ্মীর ইস্যু৷ শান্ত পাহাড় থেকে ফের উঠল গোর্খাল্যান্ড দাবি৷ পৃথক গোর্খাল্যান্ড রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে এবার সওয়াল করে বিতর্ক উস্কে দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা৷ দার্জিলিংয়ের সাংসদের পাঠানো স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে গোর্খাল্যান্ড স্পষ্ট উল্লেখ থাকলেও গোর্খাল্যান্ড সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিল বঙ্গ

পাহাড়ে উঠছে গোর্খাল্যান্ডের দাবি, সমর্থন করছে বিজেপি?

কলকাতা: ধিক ধিক জ্বলছিল আগুন৷ এবার, সেই আগুনে ঢু ঢালল কাশ্মীর ইস্যু৷ শান্ত পাহাড় থেকে ফের উঠল গোর্খাল্যান্ড দাবি৷ পৃথক গোর্খাল্যান্ড রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে এবার সওয়াল করে বিতর্ক উস্কে দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা৷ দার্জিলিংয়ের সাংসদের পাঠানো স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে গোর্খাল্যান্ড স্পষ্ট উল্লেখ থাকলেও গোর্খাল্যান্ড সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিল বঙ্গ বিজেপি।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কখনও গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করেন না। বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গ ভাগ হবার বিরুদ্ধে বলেও জানিয়েছেন এই বিজেপি নেতা। বিজেপি সূত্রে খবর, গত ১২ জুলাই দার্জিলিংয়ের সংসদ রাজু বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানিয়েছেন, তাঁরা চান অবিলম্বে গোর্খাল্যান্ড দাবি বিবেচনা করুন কেন্দ্র।

পাহাড়ের বিজেপির সাংসদ জানিয়েছেন, আগামী ২০২৪ সালের মধ্যেই গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করতে তিনি সব ধরনের পদক্ষেপ নেবেন৷ বিগত কয়েক দশক ধরেই গোর্খাল্যান্ডের দাবিতে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে পাহাড়৷ গোর্খা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গ নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করারও কর্মসূচিও রয়েছে তাঁদের৷ গোর্খাল্যান্ডের দাবি না মিটলে পাড়ারের বাসিন্দারা যোগ্য সন্মান পাবেন না বলেও দাবি বিজেপি সাংসদের৷ সংসদের প্রশ্ন, কাশ্মীর হলে গোর্খাল্যান্ড নয় কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =