বিশ্বের বৃহত্তম গণতন্ত্রণের উৎসবে পা মেলাল GOOGLE

নয়াদিল্লি: ভোটের বাজারে উপার্জন হয়েছে বেশ খানিকটা৷ সেকথা বিবৃতি দিয়ে আগেই জানিয়েছে গুগল ইন্ডিয়া৷ এবার, আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ১৮টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯১টি কেন্দ্রের ভোটারদের শুভেচ্ছা জানাল গুগল৷ বৃহস্পতিবার গুগল ডুডলের মাধ্যমে লোকসভা নির্বাচনের শুভেচ্ছা জানানো হয়েছে৷ ‘how to vote #India’ এই শিরোনামে লোকসভা নির্বাচনের খুঁটিনাটি তথ্য

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রণের উৎসবে পা মেলাল GOOGLE

নয়াদিল্লি: ভোটের বাজারে উপার্জন হয়েছে বেশ খানিকটা৷ সেকথা বিবৃতি দিয়ে আগেই জানিয়েছে গুগল ইন্ডিয়া৷ এবার, আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ১৮টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯১টি কেন্দ্রের ভোটারদের শুভেচ্ছা জানাল গুগল৷

বৃহস্পতিবার গুগল ডুডলের মাধ্যমে লোকসভা নির্বাচনের শুভেচ্ছা জানানো হয়েছে৷ ‘how to vote #India’ এই শিরোনামে লোকসভা নির্বাচনের খুঁটিনাটি তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরেছে গুগল৷ সেখানে ইভিএমের ব্যবহার, ভিভিপ্যাটের কার্যকারিতা, লোকসভা ভোটের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে৷

আজ, বাংলার দুই কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ার সহ আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ১৮টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯১টি আসনে ভোট শুরু হয়েছে৷ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও সিকিমে বিধানসভা ভোটও চলছে৷ একইভাবে আজ বৃহস্পতিবার, উত্তরাখণ্ডের পাঁচটি লোকসভা আসনে ভোট চলছে৷ প্রতিটি আসনে বিগত নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। এরাজ্যে গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে জোর চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। তেহরি থেকে প্রীতম সিং, নৈনিতাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত এবং মণীশ খাণ্ডুরিকে পাউরি থেকে টিকিট দিয়েছে রাহুল গান্ধীর দল। অসমের জোরহাট, লখিমপুর, ডিব্রুগড়, তেজপুর ও কালিয়াবরেও বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ চলছে৷ তালিকায় রয়েছে ওড়িশার ১৮টি বিধানসভা চারটি লোকসভা কেন্দ্র, এরমধ্যে বেশ কয়েকটি মাও উপদ্রুত অঞ্চল। এমনিতেই ২০১৯ লোকসভা ভোট বেশ হাইভোল্টেজ, বিজেপিকে গদিচ্যুত করতে বিরোধীরা জোট সরকারের ডাক দিয়েছে। এখন দেখার জনসমর্থনে রায় কার দিকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =