সুখবর! নিয়োগ বিজ্ঞপ্তি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য সুখবর৷ আরও এক দফায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড৷ বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে, ১২৫ শূন্যপদে স্টাফ অফিসার কাম প্রশিক্ষক পদে নিয়োগ করা হবে সিভিল ডিফেন্স জন্য৷ নিয়োগ হবে বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দপ্তরে৷ বেতন: পে-স্কেল ৭১০০ টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকা৷ পে

সুখবর! নিয়োগ বিজ্ঞপ্তি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য সুখবর৷ আরও এক দফায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড৷ বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে, ১২৫ শূন্যপদে স্টাফ অফিসার কাম প্রশিক্ষক পদে নিয়োগ করা হবে সিভিল ডিফেন্স জন্য৷ নিয়োগ হবে বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দপ্তরে৷

বেতন: পে-স্কেল ৭১০০ টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকা৷ পে ব্যান্ড ৩৷ সঙ্গে গ্রেড পে ৩৬০০ টাকা৷ মোট ১২৫টি শূন্যপদের মধ্যে ৬৭টি শূন্যপদ রয়েছে সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য৷ তপশিলি জাতিদের ২৮টি, তপশিলি উপজাতি ৮টি, বাকি ওবিসি সংরক্ষিতদের জন্য৷ প্রয়োজন বিশেষে শূন্যপদ পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে৷

যোগ্যতা: বেব্যাচেলর ডিগ্রি থাকা আবশ্যিক৷ বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে৷ বয়স হতে হবে কুড়ি থেকে ৩৯ বছরের মধ্যে৷ তপশিলি জাতি ও উপজাতির বয়সের ছাড় পাবেন৷

থাকবে শারীরিক সক্ষমতা পরীক্ষা৷ মেপে দেখা হবে উচ্চতা৷ উচ্চতা ক্ষেত্রেও বেশকিছু শর্ত দেওয়া হয়েছে৷ পুরুষ চাকরিপ্রার্থীদের জন্য তিন মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে৷ মহিলাদের ক্ষেত্রে দুই মিনিটে ৪০০ মিটার৷ শারীরিক পরীক্ষা-সহ লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সফল চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে৷

অনলাইনে করা যাবে আবেদন৷ আবেদনের জন্য সাধারণ চাকরিপ্রার্থীদের ২৭০ টাকা টাকা ফি গুনতে হবে৷ তপশিলি জাতি-উপজাতি চাকরিপ্রার্থীদের দিতে হবে ২০ টাকা ফি৷ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে রিক্রুটমেন্ট বোর্ড এর ওয়েবসাইট wbpolice.gov.in -এ নজর রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 9 =